২০ জন পুরুষের সঙ্গে যৌনসঙ্গম ! পর্ন ছবির শ্যুটিং ফ্লোরে কেঁদে ফেললেন ছাত্রী
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

ব্যাপারটা যে এরকম দিকে এগোবে বুঝতেই পারেনি ব্রিটেনের ৫ পড়ুয়া ৷ কিন্তু যখন ব্যাপারটা এরকম ঘটে গেল, কিছুটা ঘেঁটেই গেল তারা ৷ তবে নিজেদের মনকে শক্ত করে, মন দিল কাজে ৷ Representative picture
advertisement
2/7
এক বিদেশি খবরের কাগজে প্রকাশিত খবর অনুযায়ী, বিবিসি-র তরফ থেকে ব্রিটেনের ৫ পড়ুয়াকে পাঠানো হয়েছিল স্পেনের এক পর্ন ছবির শ্যুটিং ফ্লোরে ৷ কীভাবে পর্ন ছবি তৈরি হয় তা নিয়েই তথ্যচিত্র তৈরির কাজ দেওয়া হয়েছিল তাদের ৷ গোটা তথ্যচিত্র শ্যুট করতে গিয়ে পড়ুয়ারা সংবাদমাধ্যমকে যা জানিয়েছে, তা হতবাক করার মতো ৷
advertisement
3/7
পড়ুয়াদের কথা অনুযায়ী, স্পেনকে বলা হয় পর্ন ক্যাপিটল অফ দ্য ওয়ার্ল্ড ৷ স্পেনেই সবথেকে বেশি পর্ন ছবি তৈরি হয় ৷ তাই এই দেশে পর্ন ছবি নিয়ে খুব একটা নাক সিঁটকোতে দেখা যায় না কাউকে ৷ এমনকী, ভালো পর্ন ছবি তৈরি হলে, সেই ছবির কলাকুশলীদের পুরস্কৃতও করার রীতি রয়েছে স্পেনে ৷
advertisement
4/7
তবে এই সবের মাঝেও যেভাবে পর্ন ছবিকে ঘিরে নারী পাচার, মাদকের নেশার প্রভাব বেড়েছে তা কিন্তু দুশ্চিন্তা বাড়ানোর মতোই ৷ তবুও রমরমিয়ে স্পেনে চলছে পর্ন ছবির শ্যুটিং ৷
advertisement
5/7
ভারতীয় বংশোম্ভুত নীলমও ছিল এই পাঁচ পড়ুয়াদের একজন ৷ নীলম সংবাদমাধ্যমকে জানায়, ‘কিছুক্ষণ আগেই একটি মেয়ের সঙ্গে আলাপ হল ৷ খুব হাসি-খুশি ৷ দারুণ সুন্দরী ৷ রাশিয়ার মেয়ে ৷ স্পেনে এসেছিল চাকরির খোঁজে ৷ কিন্তু এখন পর্ন ছবির অভিনেতা ৷ মেয়েটি জানায়, তার এই পেশাটা ভালোই লাগে !’
advertisement
6/7
তবে নীলম একটু যায় ৷ যখন চোখের সামনে সেই রাশিয়ান মেয়েটিকে দেখে কিছুক্ষণ থমকে বসে থাকতে ৷ নীলম এগিয়ে যায় মেয়েটির দিকে ৷ দেখে মেয়েটির চোখে জল৷ নীলম জানতে চায় কী হয়েছে তাঁর ৷ মেয়েটি নীলমকে বলে, সে এখনই জানতে পেরেছে, তাঁকে ২০ জন পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে হবে !
advertisement
7/7
নীলম নিজেকে আটকাতে পারে না ৷ হাউ হাউ করে কাঁদতে শুরু করে ৷ নীলমের কথায়, ‘আমি আর পর্ন ছবি দেখব না !’