PM Modi greeted in US| মার্কিন মুলুকে মোদি, ভোররাতে বৃষ্টি মাথায় শুভেচ্ছা জানাতে হাজির প্রবাসী ভারতীয়রা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
PM Modi greeted in US| মার্কিন মুলুকে পা রাখতেই প্রবাসীরা ঘিরে ধরলেন প্রধানমন্ত্রীকে। উষ্ণ অভ্যর্থনা পেলেন নরেন্দ্র মোদি।
advertisement
1/5

কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক এবং গ্লোবাল সিইও বৈঠকের উদ্দেশ্যে মার্কিন মুলুকে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
2/5
আজ প্রধানমন্ত্রী মার্কিন মুলুকে পা রাখতেই প্রবাসী ভারতীয়দের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। ভোরবেলার তুমুল বৃষ্টি উপেক্ষা করেই অ্যান্ড্রিউজ জয়েন্ট এয়ারফোর্স বেসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চলে আসেন বহু ভারতীয়রা। উপস্থিত ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাধু।
advertisement
3/5
প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, ওয়াশিংটনের প্রবাসী ভারতীয়দের কাছে এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়রা আমাদের শক্তি। যেভাবে প্রবাসী ভারতীয়রা স্ব স্ব ক্ষেত্রে নজির করেছেন বিভিন্ন দেশে তা সত্যি কুর্নিশযোগ্য।
advertisement
4/5
উল্লেখ্য আগামিকাল কোয়াড গোষ্ঠীর বৈঠকের আগে আজ গ্লোবাল সিইও মিটিং করবেন প্রধানমন্ত্রী। অন্তত পাঁচ বড় শিল্পপতির সঙ্গে বৈঠকে বসার কথা প্রধানমন্ত্রীর।
advertisement
5/5
কোয়াড বৈঠকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, জলবায়ু, নিরাপত্তা, সীমান্ত সন্ত্রাস, সর্বোপরি তালিবান শাসনের মতো বিষয় উঠে আসতে পারে।