TRENDING:

সবচেয়ে দামি নৈশভোজ! প্রতি গেস্ট পিছু নেওয়া হল ১ কোটি ২১ লক্ষ!

Last Updated:
advertisement
1/5
ইথিয়োপিয়াতে আয়োজিত হল সবচেয়ে দামি নৈশভোজের
ইথিয়োপিয়াতে আয়োজন করা হল পৃথিবীর সবচেয়ে দামী ডিনর বা নৈশভোজের। প্রত্যেক ব্যক্তিকে এক নৈশভোজের জন্য দিতে হয়েছে ১ কোটি ২১ লক্ষ টাকা। photo source Twitter<strong>@</strong>PMEthiopia
advertisement
2/5
ইথিয়োপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমেদ এক নৈশভোজের আয়োজন করেন। এই ডিনার পার্টিতে দেশের ধনকুবেররা এই পার্টিতে আসেন। এই পার্টিতে অংশ নেওয়ার জন্য প্রত্যেকে প্রচুর টাকা ব্যায় করেন। কিন্তু এত দামী পার্টি কেন আয়োজন করা হল? নিশ্চয় তার পিছনে কারণ রয়েছে। photo source Twitter<strong>@</strong>PMEthiopia
advertisement
3/5
এই নৈশভোজের প্রতি আসনের দাম ১ কোটি ২১ লাখ। তবে এত টাকা দিয়ে দেশের ধনকুবেররা খেতে এসেছেন এমনি এমনি না। এর পিছনে রয়েছে মহৎ একটি উদ্দেশ্য। এ বছরের এপ্রিলেই তিনি দেশের প্রধানমন্ত্রী হন। তার মধ্যেই এই পদক্ষেপ। সকলে তাঁর প্রশংসাই করছে। photo source Twitter<strong>@</strong>PMEthiopia
advertisement
4/5
এই টাকা দিয়ে দেশের রাজধানির উন্নয়নের কাজ করা হবে। এই প্রোজেক্টের মধ্যে রয়েছে পার্ক, সাইকেল চালানোর জন্য রাস্তা তৈরি, গাছ লাগানো, আরও নানা রকম উন্নয়নের কাজে লাগানো হবে এই টাকা। photo source Twitter<strong>@</strong>PMEthiopia
advertisement
5/5
ইথিয়োপিয়ার জনসংখ্যা ১০ মিলিয়ন। নাইজেরিয়ার পরই জনসংখ্যার নিরিখে ইথিয়োপিয়ার নাম আসে। এই দেশকে দেশের অন্যতম গরীব দেশের মধ্যে একটি ধরা হয়। এখানে মানুষের গড় বছরের ইনকাম ৫৫ হাজার টাকা। তাই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবি রাখে। photo source Twitter<strong>@</strong>PMEthiopia
বাংলা খবর/ছবি/বিদেশ/
সবচেয়ে দামি নৈশভোজ! প্রতি গেস্ট পিছু নেওয়া হল ১ কোটি ২১ লক্ষ!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল