TRENDING:

Plus size model: শরীরের গঠন নজরকাড়া, Plus সাইজ মডেলকে নিয়েই তোলপাড় বিশ্ব!

Last Updated:
এবারের প্রতিযোগিতায় এমন অনেক ঘটনা ঘটেছে যা সবাইকে অবাক করে দিয়েছে। প্রতিবারই দেখা যায় যে মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রতিযোগীরা স্লিম বা রোগা হন৷ এবার সৌন্দয্যের সেই সংজ্ঞা বদলে দিয়ে মঞ্চ দাপালেন মিস নেপাল জেন দীপিকা
advertisement
1/6
শরীরের গঠন নজরকাড়া, Plus সাইজ মডেলকে নিয়েই তোলপাড় বিশ্ব!
এবারের মিস ইউনিভার্স ২০২৩ মঞ্চ ছিল খুবই বিশেষ!কারণ এবার প্রতিযোগীর তালিকায় ছিলেন প্লাস সাইজ এবং রূপান্তরকমী৷ নেপালের জেন দীপিকাই ছিলেন এমন মডেল যিনি অন্যদের থেকে অনেকটাই স্থূল৷ তবে তাতে তাঁর আত্মবিশ্বাসে কোনও ঘাটতি ছিল না৷ তিনি ছিলেন খুবই স্বপ্রতিভ এবং তাঁর দিকেই নজর যাচ্ছিল বেশি৷ তিনি জয়ী না হয়েও আলোচনার শীর্ষে রয়েছেন বেশ কয়েকদিন৷
advertisement
2/6
নেপালের জেন দীপিকার জাদু দেখা গেল মিস ইউনিভার্স ২০২৩-এ। এই প্রতিযোগিতায় আসার পর থেকেই তিনি শিরোনামে রয়েছেন। জেন দীপিকা গ্যারেটের নামও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এল সালভাদরে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৩ প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে প্লাস সাইজের মডেলকে বেশ পছন্দ হয়েছিল সকলের। দর্শকরাও তাঁকে সমর্থন করেন।
advertisement
3/6
জেন দীপিকা গ্যারেটকে মিস ইউনিভার্স ২০২৩-এ তাঁর দেশ নেপালের প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে। তিনি মিস নেপাল। জেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারি প্রথম প্লাস সাইজ মডেল। লক্ষ্য করলে দেখা যাবে বিশেষ ধরনের রেকর্ড গড়েছেন তিনি। এর সঙ্গে, তিনি শরীরের আকার, শরীরের ইতিবাচকতা এবং গ্রহণযোগ্যতা সম্পর্কিত সমস্ত স্টেরিওটাইপগুলি ভেঙে দিয়েছেন।
advertisement
4/6
তিনি যখন মিস ইউনিভার্স 2023-এর মঞ্চে আসেন, তখন দর্শকরাও তাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। জেন দীপিকা গ্যারেট মঞ্চে প্রবেশ করলে লোকেরা তাঁকে স্বাগত জানাতে হাততালি দেয়। তাঁর আত্মবিশ্বাস ও স্টাইল দেখে সবাই অবাক। তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে।
advertisement
5/6
মিস নেপাল হওয়ার সময়, জেন দীপিকা গ্যারেট তাঁর মনোমুগ্ধকর এবং মানসিক স্বাস্থ্য দিয়ে বিচারকদের মন জয় করেছিলেন, ২০ জন মডেলকে হারিয়েছিলেন তিনি সেই সময়। যেসব মহিলারা তাঁদের ওজন বৃদ্ধির কারণে অনেক সমস্যার সম্মুখীন হন, তাঁদের জন্য বিশেষ বার্তা দেন জেন। সৌন্দর্যের কোনও একক মান নেই, প্রত্যেক নারীই নিজের মধ্যে সৌন্দর্যের উদাহরণ বলে তাঁর মত৷
advertisement
6/6
নিকারাগুয়ার শেনিস প্যালাসিওস মিস ইউনিভার্স ২০২৩ খেতাব জিতেছেন। প্রথম রানার আপ হন থাইল্যান্ডের আন্তোনিয়া পোরসিল্ড এবং দ্বিতীয় রানার আপ হন অস্ট্রেলিয়া।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Plus size model: শরীরের গঠন নজরকাড়া, Plus সাইজ মডেলকে নিয়েই তোলপাড় বিশ্ব!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল