Pink Diamond: এই হীরেটি দেখছেন, দাম শুনলে আঁতকে উঠবেন! হংকংয়ে হয়ে গেল গোপন নিলাম
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Pink Diamond: শুক্রবার এই হীরেটি নিলামে তোলা হয়। দাম ওঠে ৪৫ কোটি ৩২ লাখ হংকং ডলার বা ৫ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।
advertisement
1/5

গোলাপি হীরে! আর তার দাম শুনলে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। সম্প্রতি হংকংয়ে নিলামে ওঠে একটি গোলাপি রঙের হীরে। আর তার দাম ৫ কোটি ৭৭ লাখ ডলার! বিরল এই হীরে নিলামে তুলেছে সথবি’স। ১১.১৫ ক্যারেটের এই হিরার নাম উইলিয়ামসন পিঙ্ক স্টার।
advertisement
2/5
শুক্রবার এই হীরেটি নিলামে তোলা হয়। দাম ওঠে ৪৫ কোটি ৩২ লাখ হংকং ডলার বা ৫ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। নিলামকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় সর্বোচ্চ দামি হীরে এটি।
advertisement
3/5
তবে নিলামে বিরল এই গোলাপি হীরেটি কে কিনেছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। গোলাপি রঙের হীরে সচরাচর দেখা যায় না। বিশ্ববাজারে এই রঙের হীরের চাহিদা ও দাম, দুটিই মারাত্মক বেশি। নিলামে তোলা এবারের হীরেটি আকারে বেশ বড়।
advertisement
4/5
সথবি’স জানিয়েছে, হীরে নিলামের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম গোলাপি রঙের হীরে। তাই, এটি বেশ ভালো দামে বিক্রি হবে বলে আশা করা হয়েছিল। এর আগে ২০১৭ সালে একটি গোলাপি হীরে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিল। হংকংয়ের নিলামে সিটিএফ পিঙ্ক স্টার নামের হীরেটির দাম উঠেছিল ৭ কোটি ১২ লাখ মার্কিন ডলার।
advertisement
5/5
৭৭ ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক তবিয়াস করমাইন্ড বলেন, ‘নিলামে এত দামে গোলাপি হীরেটি বিক্রির ঘটনা বিশেষভাবে চমকপ্রদ। এটি প্রমাণ করে, বিরল ও উন্নত মানের রত্ন, পাথরের চাহিদা ফুরিয়ে যায়নি। এখনও রেকর্ড দামে তা বিক্রি হতে পারে।’