TRENDING:

নেই জল, নেই খাবার, ব্ল্যাকআউটে হাহাকার শুরু ভেনেজুয়েলায়

Last Updated:
advertisement
1/11
নেই জল, নেই খাবার, ব্ল্যাকআউটে হাহাকার শুরু ভেনেজুয়েলায়
♦ অন্ধকারে ডুবে গোটা দেশ। সরকারি দপ্তর থেকে হাসপাতাল, মন্ত্রীদের বাসভবন থেকে সাধারণ মানুষের বাড়ি - সবই নিষ্প্রদীপ! কোথাওই বিদ্যুৎ নেই। (Image: Reuters)
advertisement
2/11
♦ বৃহস্পতিবার বিকেল থেকে এমনই অবস্থায় রয়েছে ভেনেজুয়েলা। এমনিতেই রাজনৈতিক সঙ্কটে ডুবে রয়েছে লাতিন আমেরিকার এই দেশ, এমন অবস্থায় দেশব্যাপী এই 'লোডশেডিং' নয়া অস্থিরতার জন্য দিয়েছে। (Image: Reuters)
advertisement
3/11
♦ সাংবাদিক বৈঠক করে এর দায় সরাসরি আমেরিকার ঘাড়ে চাপিয়েছেন মাদুরো সরকারের প্রতিরক্ষামন্ত্রী ভ্রাদিমির পাদ্রিনো লোপেজ। তাঁর অভিযোগ, এ ভাবে ব্যাঘাত ঘটিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসনকে পঙ্গু করার চক্রান্ত ওয়াশিংটনেই হয়েছে। (Image: Reuters)
advertisement
4/11
♦ ঘটনা হল, দেশের দক্ষিণ অংশে যে জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে, সেটি বিপর্যস্ত হয়ে পড়ার জেরেই ভেনেজুয়েলার ২৩টি রাজ্য বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সরকারপক্ষের বক্তব্য, আমেরিকার চক্রান্তের জেরেই এই প্রকল্প বিকল হয়েছে। (Image: Reuters)
advertisement
5/11
♦ বিরোধীরা অবশ্য বলছে, এর জন্য দায়ী প্রশাসনিক স্তরে বাসা বাধা চরম দুর্নীতি এবং রক্ষণাবেক্ষণের অভাব। এ দিন কারাকাসে সভা করেন বিরোধী নেতা জুয়ান গুইদো। সমর্থকদের ফের পথে নামার বার্তা দেন তিনি। বলেন, মাদুরোর বিদায় আর কিছুদিনের অপেক্ষা। (Image: Reuters)
advertisement
6/11
♦ এখনও সে ভাবে মুখ খুলতে দেখা যায়নি মাদুরোকে। শুধু টুইটারে তিনি লিখেছেন, 'জয় আমাদেরই হবে।' বিদ্যুৎ না থাকায় চরম নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। (Image: Reuters)
advertisement
7/11
♦ হাসপাতাল-সহ অন্য জরুরি অবস্থাগুলির কী হাল, তার নানা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার ঘোরাফেরা করছে। অনেকেরই আশঙ্কা বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলেই ফুটে উঠবে এই বিপর্যয়ের জেরে হওয়া ক্ষয়ক্ষতির আসল চেহারা। আপাতত অজানা আতঙ্কের গ্রাসে শাভেজের দেশ। (Image: Reuters)
advertisement
8/11
♦ গত শনি ও রবিবার দু’দিনে ১৫ জন রোগীর মৃত্যু হয়েছে। তবে সরকারি হাসপাতালে ডায়ালাইসিসের অভাবে কোনও মৃত্যুর কথা অস্বীকার করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জেনারেটরের মাধ্যমে ডায়ালাইসিস যন্ত্র চালু রাখা হয়েছে। (Image: Reuters)
advertisement
9/11
♦ ভেনেজুয়েলার বিদ্যুৎ গ্রিড বছরের পর বছর ধরে বিনিয়োগের অভাবে ধুঁকছে। আমদানির ওপর বিধিনিষেধ থাকায় যন্ত্রাংশ কেনাকাটায় তা প্রভাব ফেলেছে। কারিগরিভাবে দক্ষ অনেকে দেশে ছেড়ে পালিয়েছেন। গত কয়েক বছরে ৩০ লাখ লোক ভেনেজুয়েলা ছেড়ে চলে গিয়েছে। (Image: Reuters)
advertisement
10/11
♦ খাবারের অভাবে ধুঁকছেন ভেনেজুয়েলার সাধারণ মানুষ ৷ খাবার জোগাড় করতে না পেরে,লুঠপাট চালাচ্ছেন সাধারণ মানুষ ৷ (Image: Reuters)
advertisement
11/11
♦ লুঠপাট করতে গেলে ধরপাকড়ে করা হচ্ছে তাঁদের ৷ (Image: Reuters)
বাংলা খবর/ছবি/বিদেশ/
নেই জল, নেই খাবার, ব্ল্যাকআউটে হাহাকার শুরু ভেনেজুয়েলায়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল