Yahya Sinwar: ইয়াহিয়া সিনওয়ার বেঁচে নাকি মৃত? হন্যে হয়ে খুঁজছে আমেরিকা-ইজরায়েল
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ইয়াহিয়া সিনওয়ার জীবিত না কি মৃত? হামাস নেতাকে হন্যে হয়ে খুঁজছে ইজরায়েল, আমেরিকা
advertisement
1/6

ইয়াহিয়া সিনওয়ার জীবিত না কি মৃত? হামাস নেতাকে হন্যে হয়ে খুঁজছে ইজরায়েল, আমেরিকা৷ হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এখন কোথায়? তিনি মৃত না কি জীবিত? মধ্যপ্রাচ্যে ক্রমশ জোরালো হচ্ছে এই প্রশ্ন। আইডিএফের অপারেশনাল ব্রিফিংয়ের সময় দেখা যায়, ইয়াহিয়ার ছবির উপর লাল কালিতে প্রশ্ন চিহ্ন দেওয়া রয়েছে। এটা কীসের বার্তা?
advertisement
2/6
কয়েকদিন আগে গাজায় বিমান হামলায় হামাসের রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর খবর সামনে আসে। কিন্তু তা নিশ্চিত করেনি কোনও পক্ষই। এবার ইয়াহিয়ার ছবিতে প্রশ্ন চিহ্ন দিয়ে কী সেদিকেই কিছু ইঙ্গিত করতে চাইল ইজরায়েল? সে দেশের বেশ কিছু সংবাদমাধ্যমে ইয়াহিয়ার মৃত্যুর ইঙ্গিত দিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে।
advertisement
3/6
বিমান হামলা এবং মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পরই ইয়াহিয়ার বেশ কিছু বিবৃতি সামনে আসে। ফলে ধোঁয়াশা আরও বাড়ে। তবে ইজরায়েলের গুপ্তচর সংস্থা ‘মোসাদ’ মনে করছে, সিনওয়ারের নামে অন্য কেউ বিবৃতি দিচ্ছেন। হামাস নেতা আদৌ জীবিত নেই। এমনটাই লিখেছে জেরুজালেম পোস্ট।
advertisement
4/6
শুধু ইজরায়েল নয়, ইয়াহিয়াকে হন্যে হয়ে খুঁজছে আমেরিকাও। অনেকে মনে করছেন, গাজার সুড়ঙ্গে আপাতত লুকিয়ে রয়েছেন ইয়াহিয়া। আবার ইজরায়েল এবং আমেরিকার নজর এড়াতে ইয়াহিয়া মহিলার ছদ্মবেশে রয়েছেন বলেও দাবি করেছেন কেউ কেউ।
advertisement
5/6
রবিবার উত্তর গাজার একটি বিল্ডিংয়ে এয়ার স্ট্রাইক করে ইজরায়েল। আগে এটা স্কুল ছিল। পরে হামাস দখল করে নেয়। হামলার পরই ইয়াহিয়ার মৃত্যুর ইঙ্গিত দিয়ে ইজরায়েলি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এই নিয়ে এখনও রহস্য রয়েছে। আইডিএফ একটি বিবৃতিতে বলেছে, “হামাসের জঙ্গিরা সুপরিকল্পিতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক প্রতিষ্ঠান এবং জনগণকে মানবঢাল হিসাবে ব্যবহার করছে।’’
advertisement
6/6
আইডিএফের আরও দাবি, লড়াইয়ে হামাস হেরে গিয়েছে। ওরা এখন গেরিলা আক্রমণ চালাচ্ছে। বিবৃতিতে তারা বলেছে, ‘‘হামাসের এখন আর সেই শক্তি নেই, যা ৭ অক্টোবরের আগে ছিল।’’ টাইমস অফ ইজরায়েল-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অর্ধেকের বেশি হামাস সদস্য নিহত। অস্ত্রশস্ত্র, অপারেটিভ আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু ইজরায়েলের উন্নত প্রযুক্তি, অপারেশ্ন দক্ষতা এবং গোয়েন্দা প্রচেষ্টা সত্ত্বেও ইয়াহিয়ার অবস্থান এখনও অজানা।