TRENDING:

Panjshir Vs Taliban in Afghanistan : প্রতিরোধের নাম পঞ্জশির! ৩০০ জঙ্গিকে উড়িয়ে দিল মাসুদ সেনা, পাল্টা দাবি তালিবানদের...

Last Updated:
Panjshir Vs Taliban in Afghanistan : তালিবানের জঙ্গিরা অন্দরাব ঘাঁটিতে পৌঁছানো মাত্র সেখানে আগে থেকেই লুকিয়ে থাকা পঞ্জশিরের বিদ্রোহীরা তাঁদের উপর হামলা করে দেয়।
advertisement
1/4
প্রতিরোধের নাম পঞ্জশির! দখল নিতে আসা ৩০০ জঙ্গিকে উড়িয়ে দিল মাসুদ সেনা...
আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেওয়ার পর তালিবান এখন পঞ্জশির ঘাঁটির দিকে এগোচ্ছে। কিন্তু পঞ্জশির জয় করার আগেই ব্যাপক ঝটকা খেল তাঁরা। রিপোর্টে প্রাপ্ত তথ্য অনুযায়ী, লুকিয়ে থাকা পঞ্জশিরের বিদ্রোহীরা ৩০০ তালিবান জঙ্গির উপর হামলা করে তাঁদের নিকেশ করেছে। যদিও, তালিবান এই খবরকে ভুয়ো বলে আখ্যা দিয়েছে। পাল্টা তালিবান জানিয়েছে যে, তাঁরা পঞ্জশিরে কবজা করে নিয়েছে।
advertisement
2/4
প্রাপ্ত তথ্য অনুযায়ী, তালিবান ফসিউদ্দিন হাফিজুল্লার নেতৃত্বে পঞ্জশিরে হামলা করার জন্য শয়ে শয়ে জঙ্গি পাঠিয়েছিল। কিন্তু তাঁদের পঞ্জশির দখল করার স্বপ্নে জল ঢেলে দেয় আহমেদ মাসুদের বাহিনী। শোনা যাচ্ছে যে, তালিবানের জঙ্গিরা অন্দরাব ঘাঁটিতে পৌঁছানো মাত্র সেখানে আগে থেকেই লুকিয়ে থাকা পঞ্জশিরের বিদ্রোহীরা তাঁদের উপর হামলা করে দেয়। এই হামলায় ৩০০ তালিবানি জঙ্গি নিকেশ হয়েছে।
advertisement
3/4
নিজেকে কার্যবাহ রাষ্ট্রপতি ঘোষণা করা অমরুল্লাহ সালেহ ট্যুইট করে জানিয়েছেন যে, অন্দরাব উপত্যকায় তালিবানের জঙ্গিদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। তাঁরা ওখানে ফেঁসে গিয়েছে। ওঁরা পঞ্জশিরের প্রবেশ দ্বারে বহু জঙ্গিকে দাড় করিয়ে রেখেছে। আমরা খুব শীঘ্রই এই সঙ্কট থেকে নিজেদের উদ্ধার করতে সক্ষম হব।
advertisement
4/4
অন্যদিকে এও খবর আসছে যে, পঞ্জশিরে ক্ষমতা কায়েম করার পরই সরকার গঠনের ঘোষণা করতে পারে জঙ্গি তালিবানরা। তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টোলো নিউজকে জানিয়েছে, নতুন সরকারের গঠন নিয়ে তালিবানের নেতাদের সঙ্গে কথাবার্তা চলছে। খুব শীঘ্রই নতুন সরকারের ঘোষণা হবে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Panjshir Vs Taliban in Afghanistan : প্রতিরোধের নাম পঞ্জশির! ৩০০ জঙ্গিকে উড়িয়ে দিল মাসুদ সেনা, পাল্টা দাবি তালিবানদের...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল