pakistani tiktokker Humaira Asghar: 'যেখানে যাই, আগুন লেগে যায়', দাবানলের সামনে দাঁড়িয়ে ভিডিও করে বিতর্কে টিকটকার
- Published by:Suman Majumder
Last Updated:
Pakistan News: অনেকেই এই টিকটকারের শাস্তির দাবি করেছেন।
advertisement
1/6

হুমাইয়া অসগর। পাকিস্তানের জনপ্রিয় টিকটকার। এবার তিনি বড়সড় বিতর্কে। পাকিস্তানের অ্য়াবোটাবাদে দাবানলের মাঝে দাঁড়িয়ে টিকটক ভিডিও করেছেন তিনি।
advertisement
2/6
পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে এখন প্রচণ্ড গরম। কোথাও তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস। এমন গরমে অ্যাবোটাবাদের বিস্তীর্ণ অঞ্চলে আগুন লেগেছে।
advertisement
3/6
জঙ্গলের আগুনের সামনে ভিডিও করেছেন ওই টিকটকার। সেই ভিডিও আপলোড করে ক্যাপশন করেছেন- যেখানে যাই, আগুন লেগে যায়।
advertisement
4/6
আগুন নেভানো তো দূরের কথা, এভাবে দাবানলের মাঝে গিয়ে ভিডিও করায় ওই টিকটকারের প্রবল সমালোচনা হচ্ছে। অনেকেই তাঁর শাস্তির দাবি তুলেছেন।
advertisement
5/6
কেউ কেউ বলেছেন, সরকার এমন টিকটকারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না। তাই যে যা পারে ভিডিও করে আপলোড করে। এঁদের অন্তত সোশ্যাল মিডিয়ায় ব্লক করা উটিত বলে মত অনেকের।
advertisement
6/6
ইসলামাবাদ ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্টবোর্ড এই ঘটনার পর নড়েচড়ে বসেছে। টিকটকারের শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।