Pakistan News: কী অবস্থা পাকিস্তানের! এবার সৌদি যা শিক্ষা দিল পাকিস্তানকে, দেখে হাসছে গোটা বিশ্ব! কী ঘটল জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Pakistan News: গত ১৬ মাসে পাঁচ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে পাকিস্তানে পাঠানো হয়েছে সৌদি আরব থেকে।
advertisement
1/7

ভারতের কাছে যখন পর্যুদস্ত হয়েছে পাকিস্তান, তখন আরও এক ধাক্কা খেল সৌদি আরব থেকে। পাকিস্তানি ভিক্ষুক ধরে ধরে দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব।
advertisement
2/7
গত ১৬ মাসে পাঁচ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে পাকিস্তানে পাঠানো হয়েছে সৌদি আরব থেকে। তারা পাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন।
advertisement
3/7
গত ১৬ মাসে সৌদি আরব থেকে ৫ হাজার ৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরো ৩৬৯ জনকে ভিক্ষাবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে সৌদি সরকার। যারা পাঁচটি দেশের বাসিন্দা।
advertisement
4/7
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। তাতে বলা হয়েছে, জাতীয় সংসদে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সংসদ সদস্য সেহার কামরানের করা এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই তথ্য তুলে ধরেন।
advertisement
5/7
সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৪-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে মোট ৫,৪০২ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ফেরত পাঠানো হয় ৪,৮৫০ জনকে এবং চলতি বছরে এখন পর্যন্ত ৫৫২ জনকে। যদিও পিপিপির সংসদ সদস্য বিগত তিন বছরের পরিসংখ্যান চেয়েছিলেন, মন্ত্রী শুধু ২০২৪ সালের জানুয়ারি থেকে তথ্য উপস্থাপন করেছেন।
advertisement
6/7
পরিসংখ্যান অনুযায়ী, ফেরত পাঠানোদের মধ্যে সর্বাধিক সংখ্যক ব্যক্তি সিন্ধু প্রদেশের। ভিক্ষাবৃত্তির অভিযোগে ফেরত পাঠানো ২ হাজার ৭৯৫ জনের বাড়ি সিন্ধুতে। পঞ্জাব থেকে ফেরত পাঠানো হয়েছে এক হাজার ৪৩৭ জন, খাইবার পাখতুনখোয়া থেকে এক হাজার দুই জন, বেলুচিস্তান থেকে ১২৫ জন, আজাদ কাশ্মীর থেকে ৩৩ জন এবং ইসলামাবাদ থেকে ১০ জন।
advertisement
7/7
পরিসংখ্যান অনুযায়ী, ফেরত পাঠানোদের মধ্যে সর্বাধিক সংখ্যক ব্যক্তি সিন্ধু প্রদেশের। ভিক্ষাবৃত্তির অভিযোগে ফেরত পাঠানো ২ হাজার ৭৯৫ জনের বাড়ি সিন্ধুতে। পঞ্জাব থেকে ফেরত পাঠানো হয়েছে এক হাজার ৪৩৭ জন, খাইবার পাখতুনখোয়া থেকে এক হাজার দুই জন, বেলুচিস্তান থেকে ১২৫ জন, আজাদ কাশ্মীর থেকে ৩৩ জন এবং ইসলামাবাদ থেকে ১০ জন।