Pakistan Blast: সংঘর্ষবিরতির মাঝেই পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা! চারিদিকে ছড়িয়ে দেহ, ছিন্নভিন্ন হয়ে গেল সব
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Pakistan Blast: খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্দাপুর এই হামলার নিন্দা জানিয়েছেন।
advertisement
1/6

ভারত-পাক যুদ্ধবিরতির মধ্যে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেল পাকিস্তানে। সোমবার সকালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত দুইজন পুলিশ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সাব-ইন্সপেক্টর ছিলেন। (File Photo)
advertisement
2/6
বিস্ফোরণে আরও তিন জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এসএসপি মাসুদ বাঙ্গাশ বলেছেন, আত্মঘাতী বোমারু পেশাওয়ারের চামকানি থানার অধিক্ষেত্রে রিং রোডের গবাদি পশুর বাজারের কাছে একটি পুলিশ মোবাইল ভ্যানকে আক্রমণ করে। (File Photo)
advertisement
3/6
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্দাপুর এই হামলার নিন্দা জানিয়েছেন এবং ঘটনার বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। (File Photo)
advertisement
4/6
এদিকে, প্রাথমিকভাবে কোনও একটি নিউট্রাল জায়গায় দুই দেশের DGMO-এর বৈঠক হওয়ার কথা থাকলেও আপাতত, বৈঠক হতে চলেছে হটলাইনে। বৈঠকে ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পাকিস্তানের পক্ষে আলোচনায় বসবেন DGMO মেজর জেনারেল কাসিফ আবদুল্লা। (File Photo)
advertisement
5/6
সংঘর্ষবিরতির পর আজ, সোমবার প্রথম আলোচনায় বসতে চলেছে ভারত এবং পাকিস্তান। দু’দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স’ (ডিজিএমও) স্তরে বৈঠক হবে। যদিও, প্রথম তাঁদের সরাসরি কোনও নিউট্রাল জায়গায় বৈঠকে বসার কথা ছিল। তবে, তা হচ্ছে না। হটলাইনে দুপুর ১২টায় ওই বৈঠক শুরু হওয়ার কথা। ওই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসতে পারে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা এবং কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে সাধারণ মানুষের মনে। (File Photo)
advertisement
6/6
কাশ্মীর নিয়ে আলোচনায় আগ্রহী নয় ভারত। কারণ, তারা মনে করেন আলোচনা হলে পাক অধিকৃত জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্ত অপরিবর্তিত রেখেই আজকের বৈঠক। কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত। অন‍্যদিকে কিছু পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, সিন্ধু জলচুক্তি নিয়ে আলোচনা হবে দু’দেশের। (File Photo)