Pakistan Balochistan: শেষের পথে পাকিস্তান? এবার বিধ্বংসী আইইডি বিস্ফোরণ, পড়ে ছিন্নভিন্ন পাকিস্তানি সেনাদের দেহ! মৃত অন্তত ১২, পিছনে সেই 'ছায়া বাহিনী'?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Pakistan Balochistan: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পেতে রাখা ঘরে তৈরি বোমা (আইইডি) বিস্ফোরণে অন্তত ১২ সেনা সদস্য নিহত হয়েছেন।
advertisement
1/7

ছিন্নভিন্ন পাকিস্তান। ভারতের 'অপারেশন সিঁদুর'-এর পরদিনই গোটা পাকিস্তান জুড়ে যেমন হয়ে চলেছে একের পর এক বিস্ফোরণ, তেমনই এবার বালুচিস্তানে আসরে নামল বালুচিস্তান লিবারেশন আর্মি। দক্ষিণ বালুচিস্তানে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান সেনা।
advertisement
2/7
সেখানে পাকসেনার গাড়ি লক্ষ্য করে আইই়ডি বিস্ফোরণ ঘটেছে। ঘটনার জেরে ১২ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে এর দায় কেউ স্বীকারে করেনি।
advertisement
3/7
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পেতে রাখা ঘরে তৈরি বোমা (আইইডি) বিস্ফোরণে অন্তত ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। কাচ্চি জেলার মাচ এলাকায় ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখা (আইএসপিআর)।
advertisement
4/7
বিবৃতিতে বলা হয়, হামলায় ‘ভারতের ছায়া বাহিনী তথাকথিত বালুচ লিবারেশন আর্মি’র সম্পৃক্ততা রয়েছে। ঘটনার পর ওই এলাকায় 'সন্ত্রাসী'দের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
advertisement
5/7
এদিকে সোমবার বেলুচিস্তানের জিওয়ানি এলাকায় কোস্ট গার্ডের একটি টহলযানে দূরনিয়ন্ত্রিত বিস্ফোরণের ঘটনায় দুই সদস্য আহত হন। একইদিন পিশিন জেলায় এক কর কর্মকর্তার গাড়িও বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়, তবে তিনি অক্ষত আছেন।
advertisement
6/7
ভারত-পাকিস্তান সীমান্তে ইতিমধ্যেই তৈরি রয়েছে ভারতের তিন বাহিনী। রাজস্থানে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর মহড়ায় আরও চাপে থাকবে পাকিস্তান। এবার কোন দিক থেকে তারা নিজেদের বাঁচাবে তা নিয়েই তারা চিন্তিত।
advertisement
7/7
এরই মধ্যে বালুচিস্তানে পাক সেনাদের মৃত্যুর পর বিষয়টি নিয়ে আরও চাপে পড়ে গিয়েছে পাকিস্তান। তারা এবার কীভাবে নিজেদেরকে তৈরি করবে, তা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে পাকিস্তানের।