TRENDING:

Pakistan Avalanche News: পাকিস্তানে ভয়াবহ তুষারধস, ৪-এর শিশু-সহ মৃত্যু অন্তত ১১ জনের!

Last Updated:
Pakistan Avalanche News: পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তান প্রদেশে শনিবার হঠাৎই ধস নামে। আহতও বহু। মৃত কমপক্ষে ১১ জন।
advertisement
1/7
পাকিস্তানে ভয়াবহ তুষারধস, ৪-এর শিশু-সহ মৃত্যু অন্তত ১১ জনের!
পাকিস্তানে ভয়াবহ তুষারধস। যার জেরে উত্তর পাকিস্তানের দুর্গম অঞ্চলে কমপক্ষে ১১ জন যাযাবরের মৃত্যু হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন অন্তত ১০। মৃতদের মধ্যে এক চার বছরের শিশুও রয়েছে।
advertisement
2/7
বরফের নীচে চাপা পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে আছেন তিন মহিলাও। আরও অন্তত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। গুরুতর আহত অবস্থায় তাঁরা চিকিৎসাধীন। বলি হয়েছে ১৫টি গবাদি পশুও।
advertisement
3/7
পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তান প্রদেশে শনিবার হঠাৎই ধস নামে। বরফের চাঁই ভেঙে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে যায় নীচের দিকে। আচমকা এই দুর্যোগ থেকে বাঁচতে পারেননি অনেকেই। বরফের নীচে তাঁরা চাপা পড়ে যান।
advertisement
4/7
তুষারধসে আটকে পড়া যাযাবরদের উদ্ধারকাজে শনিবার নেমেছে স্থানীয় প্রশাসন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
advertisement
5/7
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গিলগিট-বালটিস্তান অঞ্চলের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের সংযোগ রক্ষাকারী অঞ্চলে শনিবার ভয়াবহ তুষারধস নামে।
advertisement
6/7
তুষারধসে আটকে থাকা যাযাবরদের উদ্ধারকাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও নেমে পড়েছেন বলে সংবাদ সংস্থা এএফপি।
advertisement
7/7
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার এক বিবৃতিতে বলেছেন, 'জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাকিস্তানে এ ধরনের ঘটনা বাড়ছে।' তিনি প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Pakistan Avalanche News: পাকিস্তানে ভয়াবহ তুষারধস, ৪-এর শিশু-সহ মৃত্যু অন্তত ১১ জনের!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল