TRENDING:

Pakistan Vs Afganistan: পাকিস্তানের ১ নম্বর শত্রু! ‘আফগানিস্তানের সঙ্গে এই খেলা খেলো না..,’ ভারতের মাটিতে দাঁড়িয়েই এবার হুমকি

Last Updated:
এবার আফগানিস্তান নিয়ে আবারও চড়া সুরে আক্রমণ করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা মুহম্মদ আসিফ৷ জানালেন, বর্তমানে আফগানিস্তানই হল পাকিস্তানের ১ নম্বর শত্রু৷
advertisement
1/6
পাকিস্তানের ১ নম্বর শত্রু! ‘আফগানিস্তানের সঙ্গে এই খেলা খেলো না..,’ ভারতে দাঁড়িয় হুমকি
ইসলামাবাদ: পাকিস্তান-আফগানিস্তানের সম্পর্ক যেন ক্রমে আরও খারাপের দিকে এগোচ্ছে৷ শুক্রবারই কাবুলে বিমানহানা চালিয়েছে পাকিস্তান৷ ফেলেছে একাধিক বোমা৷ নারী, শিশু সহ কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে এই হামলায়৷
advertisement
2/6
এবার আফগানিস্তান নিয়ে আবারও চড়া সুরে আক্রমণ করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা মুহম্মদ আসিফ৷ জানালেন, বর্তমানে আফগানিস্তানই হল পাকিস্তানের ১ নম্বর শত্রু৷ বর্তমানে খুঁজে খুঁজে আফগান নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান৷
advertisement
3/6
খ্বজা আসিফের অভিযোগ, দশকের পর দশক ধরে আফগান নাগরিকদের আতিথেয়তা করে এসেছে পাকিস্তান৷ তারা পাকিস্তানে এসে ব্যবসা করে, আফগান তালিবান নেতারা পাকিস্তানে বউ-ও রেখে যায়৷ কিন্তু ফিরে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে৷ তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মতো পাক বিরোধী জঙ্গিদের আশ্রয় দেয় নিজেদের দেশে৷
advertisement
4/6
অন্যদিকে, কাবুলে পাকিস্তানের হামলা চালানোর সময়ে ভারত থেকেই পাক সরকারকে কড়া বার্তা দিয়েছেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি৷
advertisement
5/6
ভারতের মাটিতে দাঁড়িয়ে মুত্তাকি বলেন, ‘‘পাকিস্তানের উচিত আফগানিস্তানের সাথে এই খেলা বন্ধ করা। আফগানিস্তানকে খুব বেশি তাতাবেন না- যদি করেন, তাহলে একবার ব্রিটিশদের জিজ্ঞাসা করুন; আমেরিকানদের জিজ্ঞাসা করুন৷ তারাই আপনাদের ব্যাখ্যা করে দেবে কেন আফগানিস্তানের সঙ্গে এমন খেলা, খেলা উচিত নয়৷ আমরা কূটনীতির পথ ধরে এগোতে চাই৷’’
advertisement
6/6
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে আমির খান মুত্তাকির এই মন্তব্য এসেছে, যার মধ্যে রয়েছে সাম্প্রতিক বিমান হামলা এবং ডুরান্ড লাইনে গুলি বিনিময়। দুই দেশ জঙ্গিদের আশ্রয়দান এবং আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ করেছে - ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে এই ঘটনাগুলি সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Pakistan Vs Afganistan: পাকিস্তানের ১ নম্বর শত্রু! ‘আফগানিস্তানের সঙ্গে এই খেলা খেলো না..,’ ভারতের মাটিতে দাঁড়িয়েই এবার হুমকি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল