TRENDING:

Padma Setu: প্রবল গতির বাসের সজোরে ধাক্কা, ব্যাপক ক্ষতিগ্রস্ত পদ্মা সেতু! ঘটনা জানলে আঁতকে উঠবেন

Last Updated:
Padma Setu: পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, বুথটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়েছিল।
advertisement
1/5
প্রবল গতির বাসের সজোরে ধাক্কা, ব্যাপক ক্ষতিগ্রস্ত পদ্মা সেতু! ঘটনায় আঁতকে উঠবেন
বাংলাদেশের গর্বের পদ্মা সেতু (Padma Setu) ক্ষতিগ্রস্ত। বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার দুই নম্বর বুথ। গতকাল, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনাটি ঘটেছে। এতে বুথটি দিয়ে সাময়িক টোল আদায় বন্ধ করা হয়।
advertisement
2/5
পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, বুথটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়েছিল। তবে তা পরে আবার শুরু হয়। যখন গাড়ির চাপ বাড়ে, তখন ফের এটি খুলে দেওয়া হয়।
advertisement
3/5
দুর্ঘটনা ঘটানো বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় সেতুর টোল আদায় কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
advertisement
4/5
টোলপ্লাজায় দায়িত্বপ্রাপ্ত দুই নিরাপত্তা কর্মী জানান, সাড়ে ১০টার দিকে সেতু পার হতে টোলপ্লাজায় আসা শরীয়তপুরগামী একটি বাস ডানপাশ থেকে টোল বুথে ধাক্কা দিলে ওপরের স্টিলের কাঠামো দুমড়ে-মুচড়ে যায়। এতে মূল কাঠামোও কিছুটা হেলে পড়ে। এরপর ওই বুথ দিয়ে টোল আদায় সাময়িক বন্ধ রাখা হয়।
advertisement
5/5
এদিকে, ১০ মিনিট অন্ধকারে ছিল পদ্মা সেতুর মাওয়া অংশ। গত শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটের দিকে বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। ৭টা ৪৩ মিনিট পর্যন্ত এভাবে ১০ মিনিট কেটে যায়। প্রথমবারের মতো সেতু মাওয়া সাবস্টেশনের আওতায় থাকা সেতু ২০৫টি ল্যাম্পপোস্টের বাতি নিভে যায়। অন্ধকার হয়ে যায় চারিদিক।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Padma Setu: প্রবল গতির বাসের সজোরে ধাক্কা, ব্যাপক ক্ষতিগ্রস্ত পদ্মা সেতু! ঘটনা জানলে আঁতকে উঠবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল