TRENDING:

Padma Bridge: ২০ দিনেই অনন্য এক রেকর্ড, বিশ্বের কাছে বাংলাদেশের গর্ব এখন পদ্মা সেতু!

Last Updated:
Padma Bridge: পদ্মা সেতু দিয়ে গত ২৬ জুন আনুষ্ঠানিক ভাবে গাড়ি পারাপার শুরুর পর ৫০ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে।
advertisement
1/5
২০ দিনেই অনন্য এক রেকর্ড, বিশ্বের কাছে বাংলাদেশের গর্ব এখন পদ্মা সেতু!
পদ্মা সেতু উদ্বোধনের পর মাত্র ২০ দিনে সেতুতে টোল আদায় ৫০ কোটি টাকা ছাড়িয়েছে বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে পদ্মা সেতুতে রেললাইন বসানোর জন্য সেতুর নীচুতলা রবিবার রেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
advertisement
2/5
পদ্মা সেতু দিয়ে গত ২৬ জুন আনুষ্ঠানিক ভাবে গাড়ি পারাপার শুরুর পর ৫০ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। ২৬ জুন থেকে ১৫ জুলাই শুক্রবার পর্যন্ত ২০ দিনে টোল আদায় হয়েছে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা। এই সময় মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে যানবাহন পারাপার হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩১২টি গাড়ি।
advertisement
3/5
স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা। প্রথম দিনে দুই প্রান্ত থেকে যান পারাপার হয়েছিল ৬১ হাজার ৮৩১টি। এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে ৩১ হাজার ১৯৭টি যানবাহন, আর জাজিরা প্রান্ত থেকে ৩০ হাজার ৬৩৯টি যানবাহন সেতু অতিক্রম করে।
advertisement
4/5
তবে ৮ জুলাই সর্বোচ্চ রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। এদিকে ওই দিন গাড়ি পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি। সব থেকে কম টোল আদায় হয়েছে ঈদের দিন ১০ জুলাই। মোট ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা। ওই দিন গাড়ি পারাপার হয়েছে মোট ১১ হাজার ৯৫৪টি।
advertisement
5/5
প্রকৌশলী মাহমুদুর বলেন, “ঈদের সময় চাপ ছিল, তবে সে চাপ আমরা সফলভাবে সামলাতে পেরেছি। এখন যানবাহন পারাপার স্বাভাবিক সময়ের মতো রয়েছে। কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন টোল আদায়ে আরও আধুনিক সিস্টেম ইন্সটলেশন করবে ডিসেম্বরের মধ্যে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Padma Bridge: ২০ দিনেই অনন্য এক রেকর্ড, বিশ্বের কাছে বাংলাদেশের গর্ব এখন পদ্মা সেতু!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল