TRENDING:

Bhutan Haa Festival: শীত কাটিয়ে বসন্ত ভুটানে, হা ভ্যালি ভরেছে চেরি ব্লসম, রডোডেনড্রনে! শুরু হয়েছে উৎসব 

Last Updated:
ভুটানের হা এলাকায় শুরু হয়েছে বসন্ত উৎসব। সেজে উঠেছে ফুলের উপত্যকা চেরি ব্লসম ও রডোডেনড্রন ফুল দিয়ে। পর্যটকদের ভিড় এলাকায়। রোজ চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
advertisement
1/5
শীত কাটিয়ে বসন্ত ভুটানে, হা ভ্যালি ভরেছে চেরি ব্লসম, রডোডেনড্রনে! শুরু হয়েছে হা উৎসব
হা বসন্ত উৎসব উপলক্ষে সেজে উঠেছে ভুটানের হা এলাকা। পর্যটক ও ভুটানবাসীদের ভিড় দেখা যাচ্ছে সেখানে। প্রতিবছর এপ্রিল মাসের ৭ তারিখ থেকে শুরু হয় এই উৎসব। চলে সাতদিন।
advertisement
2/5
হা বসন্ত উৎসব ভুটানের পর্যটনের ক্ষেত্রে অন্য মাত্রা রাখে। কারণ ভুটানের শীতকাল পাঁচ মাস থাকে। এপ্রিল মাসে বসন্ত প্রবেশ করে ভুটানে। এই সময় ফুটে ওঠে নানান ফুল।
advertisement
3/5
বসন্তকালের আগমনকে উদযাপিত করা হয় হা বসন্ত উৎসব দিয়ে। হা এলাকাটি ফুলের উপত্যকা নামে পরিচিত। এই সময় এই এলাকায় গেলে দেখা যায় চেরি ব্লসম রডোডেনড্রন ফুলের বাহার।
advertisement
4/5
হা বসন্ত উৎসব উপলক্ষ্যে সেজে উঠেছে ভুটানের বৌদ্ধ মঠগুলি। পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে সেখানেও। ভারত, আমেরিকার পর্যটকদের বেশি ভিড় দেখা যাচ্ছে বলে জানা যায়।
advertisement
5/5
হা বসন্ত উৎসবে পর্যটকদের জন্য রয়েছে ভুটানের সাংস্কৃতিক খাবার। এই এলাকার তাঁতিদের হাতের তৈরি কাজ। এছাড়াও সাংস্কৃতিক নৃত্য ও গানের আয়োজন করা হয়েছে প্রতিদিন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bhutan Haa Festival: শীত কাটিয়ে বসন্ত ভুটানে, হা ভ্যালি ভরেছে চেরি ব্লসম, রডোডেনড্রনে! শুরু হয়েছে উৎসব 
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল