Nepal Trekking Tour : ৩ মাসে ২৩ মিলিয়ন ডলার! শরৎকালীন .পর্বতারোহণে বাম্পার আয় নেপাল পর্যটনের...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Nepal Trekking Tour : এই সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর মাসে পর্বতারোহীদের অনুমতি দিয়েই পর্যটনের ভাগ্য খুলেছে নেপাল।
advertisement
1/10

শরৎকালীন পর্বতারোহণ পর্যটনে (Nepal Trekking Tour) রেকর্ড আয় করে নজির গড়ল নেপালের (Nepal Tourism) পর্যটন দফতর। এই সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর মাসে পর্বতারোহীদের অনুমতি দিয়েই নেপালের পর্যটন বিভাগ এই রেকর্ড অর্থ আয় করেছে।
advertisement
2/10
নেপালের পর্যটন দফতরের (Nepal Tourism Department)পর্বতারোহণ বিভাগের অধিকর্তা মীরা আচার্যের দেওয়া তথ্য অনুসারে, এই বছর US ১৯৭,৩৫০ ডলার সংগ্রহ করেছে নেপাল যা নেপালি টাকায় মূল্য হল ২৩,২৬৯,৬৩৭.১৮ টাকা।
advertisement
3/10
১৪ সেপ্টেম্বর পর্যন্ত, ২৫ টি অভিযাত্রী দল যাদের মধ্যে ৫২ জন মহিলা পর্বতারোহী (Nepal Trekking Tour) সহ ২৩০পর্বতারোহী রয়েছে তাদের সরকারী ভাবে শরৎকালীন (Autumnal Trekking) নেপালের (Nepal) দিক থেকে বিভিন্ন পর্বত আরোহণের অনুমতি দেওয়া হয়েছে।
advertisement
4/10
বিশেষ করে ৬০০০ মিটার থেকে ৮০০০ মিটারের বেশি ছয়টি পর্বত আরোহনের অনুমতি দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে মারিয়াং (৬৫২৮ মি), মাউন্ট পুথা হিমচুলি (৭২৪৬ মি), মাউন্ট কুম্ভকর্ণ (জান্নু) (৭৭১০ মি), মাউন্ট মানাসলু (৮১৬৩ মি)।
advertisement
5/10
এই মাউন্ট মানাসলুর জন্য সর্বাধিক সংখ্যক পর্বতারোহী আবেদন করেছেন, যেখানে ১৭ টি দলের ১৭১ জন আরোহী রয়েছেন। যার মধ্যে ৩৮ জন মহিলা পর্বতারোহী রয়েছে। শুধুমাত্র পাঁচজন পুরুষ পর্বতারোহী মাউন্ট কুম্ভকর্ণের জন্য আবেদন করেছেন।
advertisement
6/10
অন্য আরেকটি অভিযানের জন্য একজন মহিলা সহ আটজন আরোহী আবেদন করেছেন। তাঁরা মারিয়াংয়ের জন্য আবেদন করেছেন। এছাড়া ১২ জন মহিলা পর্বতারোহী সহ ৪০ জন পর্বতারোহী ধৌলাগিরি অভিযান করতে যাচ্ছেন। এই ধৌলাগিরি অভিযানেই আমরা রাজ্যের দুই পর্বতারোহীকে হারিয়েছি। সব থেকে ভয়ঙ্কর এই ধৌলাগির অভিযান।
advertisement
7/10
নেপালের প্রধান পর্বতারোহণের সময় হল বসন্তকাল যা মার্চ, এপ্রিল এবং মে মাস পর্যন্ত থাকে, এই শরৎকালীন পর্বতারহনের জন্য এবার সব থেকে বেশি পর্বতারোহী নেপালকে বেছে নিয়েছেন।
advertisement
8/10
কারণ হিসাবে মনে করা হচ্ছে করোনাভাইরাসের জন্য ২০১৯ থেকে বারবার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি বিদেশী পর্বতারোহীদের নেপালে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ছিল।
advertisement
9/10
সারা বিশ্বের কাছে নেপালের দিক থেকে পর্বতাভিযান বিদেশী পর্বতারোহীদের কাছে অনেকটাই প্রিয় বলে জানান নেপালের আন্তর্জাতিক পর্বত আরোহন গাইড তিশিরিং জংবু শেরপা, যিনি নেপালের প্রথম এভারেস্ট উচ্চতা পরিমাপ দলের ২০১৯ সালের সদস্য ছিলেন।
advertisement
10/10
আরেক বিদেশিদের প্রিয় শেরপা মিংমা শেরপা বলেন, "শরৎকাল কিছু কিছু পর্বতারোহীদের কাছে অনেকটাই আকর্ষণীয়। এই সময় ঠান্ডার প্রকোপ বেশি থাকলেও আবহাওয়া খামখেয়ালিপনা কিছু কম থাকে। ২০১৯ সাল থেকে মুখ থুবড়ে পড়া পর্বত অভিযান তথা পর্যটন ২০২১ সালের এই মরশুমে এসে বেশ কিছুটা অক্সিজেন পেল বলে দাবি নেপালের পর্বতারোহণের সঙ্গে যুক্ত মানুষজন।