Nepal Gen Z Protest: রাতভর সেনার টহল, রাতের ভিডিও বার্তায় সেনাপ্রধান সম্প্রীতি বজায় রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষার আর্জি জানান
- Published by:Pooja Basu
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
মোড়ে মোড়ে জমায়েত যুবদের। গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন সেনা।সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায়নি কাঠমান্ডুতে
advertisement
1/7

(Nepal Agitation: Photo: AP)নেপাল সেনাবাহিনী বিক্ষোভকারীদের তাদের প্রতিবাদ কর্মসূচি স্থগিত করে আলোচনায় আসার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার রাতেও এক ভিডিও বার্তায় সেনাবাহিনী প্রধান অশোক রাজ সিগডেল বলেছেন যে সম্প্রীতি বজায় রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা সকল নেপালিদের দায়িত্ব। (Nepal Agitation: Photo: AP)
advertisement
2/7
তিনি বলেছেন ,"যেহেতু ইতিমধ্যেই বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে, তাই জাতীয় অখণ্ডতা ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য অবদান রাখা সকল নেপালিদের সাধারণ কর্তব্য।" (Nepal Agitation: Photo: AP)
advertisement
3/7
"বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্য, সরকারি ও বেসরকারি সম্পত্তি, সাধারণ জনগণ এবং কূটনৈতিক মিশন রক্ষা করতে এবং নাগরিকদের মধ্যে নিরাপত্তার অনুভূতি নিশ্চিত করতে জাতীয় স্বার্থ রক্ষা করা আমাদের যৌথ দায়িত্ব।" (Nepal Agitation: Photo: AP)
advertisement
4/7
"অতএব, বর্তমান প্রতিকূল পরিস্থিতি থেকে দেশকে শান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য, আমরা বিক্ষোভকারীদের তাদের বিক্ষোভ স্থগিত করে আলোচনায় আসার আহ্বান জানাচ্ছি। একটি পৃথক বিবৃতিতে, সেনাবাহিনী জানিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টার পরে তাদের তরফে টহলদারি চালানো হবে।" (Nepal Agitation: Photo: AP)
advertisement
5/7
(Nepal Agitation: Photo : AP) বর্তমানে নেপালে কঠিন সময় চলছে উল্লেখ করে সেনাবাহিনী বলেছে তাদের সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণদের সহায়তা একান্তভাবে কামনা করেছে তারা।গত সপ্তাহে ফেসবুক, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন তারা। তবে গতকাল, সোমবার বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে আইনশৃঙ্খলাবাহিনী। যার মধ্যে শুধুমাত্র কাঠমান্ডুতেই ১৮ জনসহ ১৯ জন নিহত হন। নিহতদের অনেকেই স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিল। (Nepal Agitation: Photo : AP)
advertisement
6/7
বুধবার সকাল থেকে এখনও অবধি বড়সড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। সকাল বেলা বেশ কয়েকটি জায়গায় জমায়েত হলেও তা থেকে বিক্ষোভ ছড়ায়নি। মোড়ে মোড়ে সেনা বাহিনী টহল দিচ্ছে। (Nepal Agitation: Photo: AP)
advertisement
7/7
তবে যুবদের ভীড় যথেষ্ট আছে রাস্তায়। একাধিক সীমান্তগুলিতে ভীড় আছে। অনেকেই যারা কাজের জন্য সেখানে আছেন তারা ফিরতে চাইছেন। বিশেষ করে পণ্য পরিবহণের জন্য যে সব গাড়ি যাচ্ছিল, তারা ফিরে আসছে। (Nepal Agitation: Photo : AP)