Russia Ukraine War: যুদ্ধের পর থেকে প্রায় ৩৯ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়েছেন, পরিসংখ্যান দিয়ে দাবি রাষ্ট্রসঙ্ঘের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Russia Ukraine War: রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এদের মধ্যে ৯০ শতাংশ মহিলা ও শিশু।
advertisement
1/5

রাশিয়ার আক্রমণের পর থেকে কমপক্ষে ৪০ লক্ষ মানুষ ইউক্রেন থেকে পালিয়েছেন। সোমবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘ। বলা হয়েছে এখনও পর্যন্ত সে দেশ থেকে ৩৮ লক্ষ ৬২ হাজার ৭৯৭ জন পালিয়েছেন।
advertisement
2/5
রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এদের মধ্যে ৯০ শতাংশ মহিলা ও শিশু। যুদ্ধের পরিস্থিতিতে নিরাপদ আশ্রয় খুঁজতেই তাঁরা এই ব্যবস্থা করেছেন।
advertisement
3/5
যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে দেখা গিয়েছে, ২০ লক্ষ মানুষ গিয়েছেন প্রতিবেশী দেশ পোল্যান্ডে। এ ছাড়া ৩ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছেন রাশিয়ায়।
advertisement
4/5
এ ছাড়া দেশের মধ্যে ঘর ছাড়া হয়েছে ৬৫ লক্ষের কাছাকাছি মানুষ। যুদ্ধের কারণে যাঁদের ঘর ভেঙে গিয়েছে, সেই কারণে তাঁরা গৃহহীন হয়ে পড়েছেন।
advertisement
5/5
রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে আরও বলা হয়েছে, ইউক্রেনের মোট শিশুর সংখ্যা ৭৩ লক্ষ মতো। তার অর্ধেকের বেশি, প্রায় ৪৫ লক্ষ শিশু যুদ্ধের কারণে দেশ ছাড়া হয়েছে।