প্রথমে চিনের গুণগান গাইত! এখন পেটের দায়ে মাথা নোয়াতেই হচ্ছে ভারতের কাছে...বলছে, ‘কী দরাজ মন’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কূটনৈতিক উত্তেজনা সত্ত্বেও ভারত দুই দেশের মধ্যে ‘মানুষের সাথে মানুষের’ সম্পর্ককে বাঁচিয়ে রেখেছে। তাঁর মতে, ‘সরকার পরিবর্তন হয়, কিন্তু বন্ধুত্বের ভিত্তি নড়বড়ে করা উচিত নয়।’
advertisement
1/6

খুব বেশিদিন আগের কথা নয়৷ বড়জোর বছর দেড়েক হবে৷ ভারতের বিরুদ্ধে লাগাতার কু’কথা বলে যাচ্ছিলেন দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রেসিডেন্ট৷ তলানিতে ঠেকেছিল দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক৷ সেই দিন যদিও এখন অতীত৷ এখন একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে হঠাৎ করে ভারতের গুণগান গাইতে শুরু করেছে সে দেশের সরকার৷
advertisement
2/6
দেড় বছর আগে মালদ্বীপে ক্ষমতা পরিবর্তনের পরে ভারতের সাথে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। এখন উভয় দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এরমধ্যে প্রধানমন্ত্রী মোদি ২৫ এবং ২৬ জুলাই মালদ্বীপ সফরে যাচ্ছেন। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুরের আমন্ত্রণেই মালদ্বীপে যাচ্ছেন মোদি। মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত তিনি৷
advertisement
3/6
মালদ্বীপের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ আশাপ্রকাশ করেছেন, এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘‘যখনই মালদ্বীপের সাহায্যের প্রয়োজন হয়েছে, ভারতই প্রথমে এগিয়ে এসেছে। ভারতীয়দের হৃদয় অনেক বড়, এবং এই কারণেই ভারত সর্বদা আমাদের সাপোর্ট করেছে।’’
advertisement
4/6
মালদ্বীপের প্রাক্তন মন্ত্রী জোর দিয়ে বলেছেন, কূটনৈতিক উত্তেজনা সত্ত্বেও ভারত দুই দেশের মধ্যে ‘মানুষের সাথে মানুষের’ সম্পর্ককে বাঁচিয়ে রেখেছে। তাঁর মতে, ‘সরকার পরিবর্তন হয়, কিন্তু বন্ধুত্বের ভিত্তি নড়বড়ে করা উচিত নয়।’
advertisement
5/6
শাহিদ আরও বলেন যে, ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা কমেছে৷ সেটা মালদ্বীপের কাছে একটা বড় অর্থনৈতিক ধাক্কা৷ তিনি আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী মোদির সফরে এই ক্ষতি পুষিয়ে নেওয়া হবে।
advertisement
6/6
মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্টমোহাম্মদ নাসিদ বুধবার দাবি করেছেন, বর্তমানে তাঁর দেশ প্রো-ইন্ডিয়া পলিসি মেনে চলছে৷ সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমরা ফার্স্ট ইন্ডিয়া পলিসি মেনটেইন করি৷ কিন্তু, অতীতে নির্বাচনী রাজনীতির কারণে আমরা অনেক সময়েই চিন পন্থী ও ভারত পন্থী মনোভাবের বিরুদ্ধে স্যুইং করেছি৷ কিন্তু, বর্তমানে মালদ্বীপ ভারতপন্থী নীতিই মেনে চলে৷’’