অ্যামিবা নাক দিয়ে ঢুকে পৌঁছে যাচ্ছে মাথায়! হঠাৎ এক অদ্ভুত রোগ নিয়ে আতঙ্ক তুঙ্গে
- Published by:Uddalak B
Last Updated:
মূলত মাথা ধরা, গা-গোলানো, বমি, ও ঘাড়ে যন্ত্রণার মতো সমস্যা এই অ্যামিবায় আক্রান্ত হলে শরীরে দেখা দিতে পারে৷
advertisement
1/6

এক নতুন রকমের রোগ নিয়ে আতঙ্ক তুঙ্গে উঠেছে৷ সেই রোগের নাম নাইগ্লেরিয়া ফউলরি৷ সম্প্রতি এমনই এক রোগে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে এক ৫০ বছরের ব্যক্তির৷ (প্রতীকী ছবি)
advertisement
2/6
কেমন সে রোগ! কী ভাবেই বা একজন আক্রান্ত হন এই রোগে? শোনা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি দক্ষিণ কোরিয়ায়৷ তিনি সম্প্রতি থাইল্যান্ড থেকে এই রোগে আক্রান্ত হয়ে দেশে ফেরেন৷ (প্রতীকী ছবি)
advertisement
3/6
দেশেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে কোরিয়া ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন এজেন্সি৷ নাইগ্লেরিয়া হল একটি মাইক্রোস্কোপিক বা আনুবীক্ষণিক প্রাণী৷ সমস্ত রকম পরিস্কার জলে এদের উপস্থিতি টের পাওয়া যায়৷ (প্রতীকী ছবি)
advertisement
4/6
তবে বেশিরভাগ গ্রীষ্মপ্রধান এলাকায় এই অ্যামিবার উপস্থিতি সবচেয়ে বেশি৷ যদি সব ধরনের নাইগ্লেরিয়া প্রাণঘাতী হয় না৷ এই একটি প্রকার অ্যামিবাই মানুষের প্রাণ কেড়ে নিতে পারে৷ (প্রতীকী ছবি)
advertisement
5/6
কী ভাবে আক্রান্ত হন একজন এই রোগে৷ সাধারণত নাক দিয়ে এই অ্যামিবা প্রবেশ করে শরীরে, তারপর সেটি সরাসরি মাথায় চলে যায়৷ সেখান থেকে এটি মাথার কোষে, নার্ভে আঘাত করে৷ এর ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে৷ (প্রতীকী ছবি)
advertisement
6/6
কী ধরনের লক্ষণ এই রোগাক্রান্তদের শরীরে দেখা দেয়? মূলত মাথা ধরা, গা-গোলানো, বমি, ও ঘাড়ে যন্ত্রণার মতো সমস্যা এই অ্যামিবায় আক্রান্ত হলে শরীরে দেখা দিতে পারে৷ তবে ভরসার কথা এই, মানুষ থেকে মানুষের শরীরে এই রোগ ছড়ায় না৷ (প্রতীকী ছবি)