Myanmar Earthquake: তীব্র ঝাঁকুনি! ফের আফটার শক মায়ানমারে, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ১০০০ বেডের হাসপাতাল যেন গণকবর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
United States Geological Survey (USGS) অনুযায়ী, শুক্রবার সকালে সেন্ট্রাল মায়ানমারের মনইয়া শহরের ৫০ কিলোমাটির পূর্ব দিকে মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল৷
advertisement
1/7

বেলা ১১টা বেজে ৫০ মিনিটে প্রথম ভূমিকম্প৷ রিখটার স্কেলে তীব্রতা ৭.৭৷ তার ২০ মিনিট পরে ফের আফটার শক৷ রিখটার স্কেলে তীব্রতা ৬.৪৷ পর পর দুই ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমার৷ দুপুরে ৪.৪ তীব্রতার আরও একটি আফটার শক অনুভূত হয়েছে৷
advertisement
2/7
তোলপাড় হয়ে গিয়েছে থাইল্যান্ডের ব্যাংককও৷ ইতিমধ্যেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী৷ সেনাশাসিত মায়ানমারও আন্তর্জাতিক ক্ষেত্রে সাহায্য চেয়েছে৷ কম্পন অনুভূত হয়েছে চিন, থাইল্যান্ড, ভারত, বাংলাদেশেও৷
advertisement
3/7
শেষ পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্পে মায়ানমারে মৃত্যু হয়েছে ৫৯ জনের৷ আহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে৷ ব্যাংককে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে তিন জন কর্মীর মৃ্ত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ এখনও সেখানে বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের নীচে ৪৩ জন পর্যন্ত আটকে থাকতে পারেন বলে আশঙ্কা৷
advertisement
4/7
United States Geological Survey (USGS) অনুযায়ী, শুক্রবার সকালে সেন্ট্রাল মায়ানমারের মনইয়া শহরের ৫০ কিলোমাটির পূর্ব দিকে মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল৷
advertisement
5/7
মায়ানমারের রাজধানীর ১০০০ বেডের একটি হাসপাতালকে ‘মাস ক্যাজুয়ালটি এরিয়া’ হিসাবে শনাক্ত করা হয়েছে৷ হাসপাতালে থাকা বহু রোগীই ধ্বংসস্তূপের নীচে চাপা পরে মারা গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷
advertisement
6/7
ব্যাংকক জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন এবং মেট্রো চলাচল৷ মায়ানমারের আইকনিক আভা সেতু ধুলোয় মিশে গেছে৷ ৷ ক্ষতিগ্রস্ত একাধিক ঐতিহাসিক ভবন৷
advertisement
7/7
US Geological Survey (USGS) জানিয়েছে, শুক্রবার কমপক্ষে ৮০০০০০ মানুষ ভয়ঙ্কর ঝাঁকুনি অনুভূব করেছে৷