মুকুট নিয়ে কাড়াকাড়ি, চোখের জলে ভাসলেন বিজয়ী, মিসেস শ্রীলঙ্কার মঞ্চে চলল চূড়ান্ত 'ড্রামা'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
মিসেস শ্রীলঙ্কার মঞ্চে কীভাবে 'চোট' পেলেন শ্রীলঙ্কা সুন্দরী?
advertisement
1/6

কেড়ে নেওয়া হল বিজেতার মুকুট! কাঁদতে কাঁদতে স্টেজ ছাড়লেন মিসেস শ্রীলঙ্কা বিউটি পেজেন্টের সর্বোত্তম সুন্দরী! এমনই হাই ভোল্টেজ নাটকের সাক্ষী থাকল শ্রীলঙ্কা। শুধু তাই নয় মুহূর্তে ভাইরাল হয়ে যাওয়া সেই ছবি ও ভিডিওর দৌলতে এই সাইবার-শাসিত সমাজে বিশ্ববাসীর লিভিং রুমে পৌঁছতেও সময় লাগল না এই ঘটনার। নিন্দিত হল চূড়ান্তভাবে।
advertisement
2/6
এমনই অভূতপূর্ব ঘটনা ঘটল শ্রীলঙ্কায়। ২০২১-এ দেশের 'মিসেস' সুন্দরী বাছাই মঞ্চে। বিজয়ীর নাম ঘোযণা হয়ে মাথায় মুকুট পরিয়ে দেওয়ার পর তা একপ্রকার ছিনিয়ে নেওয়া হল! পরানো হল ফার্স্ট রানার আপকে। তবে খানিক তর্ক-বিতর্কের পর সেই মুকুট ফের উঠল প্রথম বিজয়ীর মাথাতেই।
advertisement
3/6
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ‘মিসেস শ্রীলঙ্কা’ ২০২১-র খেতাব জেতেন বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভা। পুষ্পিকাকে বিজয়ী ঘোষণার কয়েক মুহূর্ত পর ওই একই মঞ্চে উপস্থিত প্রাক্তন মিসেস শ্রীলঙ্কা ২০১৯ দাবি করেন, পুষ্পিকা পুরস্কার পাওয়ার অযোগ্য। কারণ, তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে। নাটকীয় মুহূর্তকে আরও খানিকটা উস্কে দিয়ে তিনি একপ্রকার ছিনিয়ে নেন ডি সিলভার মাথার মুকুট! পরিয়ে দেন ফার্স্ট রানার আপ-কে।
advertisement
4/6
টানাটানির এক পর্যায়ে পুষ্পিকা মাথায় আঘাত পান। চোখে জল নিয়ে মঞ্চ ত্যাগ করেন। স্থানীয় সংবাদপত্র সূত্রে জানা যায়, চোটের কারণে নাকি হাসপাতালেও ভর্তি হতে হয় ডি সিলভাকে। মিসেস শ্রীলঙ্কা ২০১৯ ক্যারোলিন জুরির দাবি ছিল, ‘নিয়ম অনুযায়ী, বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন না। ডি সিলভার বিবাহ বিচ্ছেদ হয়েছে। যা তিনি নির্মাতাদের কাছে লুকিয়ে গিয়েছেন। তাই, এই মুকুট প্রাপ্য দ্বিতীয় স্থান অধিকারী প্রতিযোগীর।’
advertisement
5/6
ডি সিলভা অবশ্য ততক্ষণাৎ জানান, তাঁর ডিভোর্স হয়নি। তবে, সেপারেশন চলছে। পরে মিসেস শ্রীলঙ্কার আয়োজকেরা নিশ্চিত হয়েছেন ডি সিলভা ‘ডিভোর্সি’ নন। তাঁর মুকুট ও পুরস্কারও ফিরিয়ে দেওয়া হয়েছে। মিসেস শ্রীলঙ্কা ওয়ার্ল্ডের জাতীয় পরিচালক চন্ডিমাল জয়াসিংহে মিডিয়াকে জানিয়েছেন, পুষ্পিকা ডি সিলভাকে মঙ্গলবার তাঁর প্রাপ্য মুকুট ফিরিয়ে দেওয়া হয়েছে।
advertisement
6/6
এক ফেসবুক পোস্টে পুষ্পিকা ডি সিলভা জানিয়েছেন তিনি এই অপমানের আইনি ব্যবস্থা নেবেন। অপর এক পোস্টে মিসেস শ্রীলঙ্কা ২০২১ লেখেন, "আমি সেই নারী নই, যে অন্য নারীর মাথা থেকে মুকুট ছিনিয়ে নেয়। আমি সেই নারী, যে অন্য নারীকে মুকুট পরিয়ে দেয় নীরবে।" তবে, মিসেস শ্রীলঙ্কা ২০২১-র ফাইনালে যা ঘটল, সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে তা যে জায়গা করে নেবে অনায়াসে সেকথা বলাই বাহুল্য।