TRENDING:

Mossad: আমেরিকার হামলার দিনই মোসাদকে ভয়াবহ জবাব ইরানের! ধরা পড়ে গেল ইরান ছারখার করা সেই গুপ্তচর! ইরান যা করল, দেখে স্তম্ভিত ইজরায়েল-আমেরিকা

Last Updated:
Mossad: ইরানের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখার পর শনিবার মাজিদ মোসায়েবির ফাঁসি কার্যকর করা হয়।
advertisement
1/8
আমেরিকার হামলার দিনই মোসাদকে ভয়াবহ জবাব ইরানের!করুণ পরিণতি ইরান ছারখার করা সেই গুপ্তচরের!
ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মাজিদ মোসায়েবি নামে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার জানিয়েছে, ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিলেন ওই ব্যক্তি। পরে আদালতের রায়ের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
advertisement
2/8
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখার পর শনিবার মাজিদ মোসায়েবির ফাঁসি কার্যকর করা হয়। বিচার বিভাগ জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করার আগে মোসায়েবির সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।
advertisement
3/8
ইজরায়েলের সঙ্গে কয়েক দশক ধরে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া ইরান মোসাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে অসংখ্য ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে তাদের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে নাশকতা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগ রয়েছে।
advertisement
4/8
সম্প্রতি যুদ্ধে জড়িয়েছে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইজরায়েল। গত ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। জবাবে তেল আবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।
advertisement
5/8
এরই মধ্যে রবিবার ভোরে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে আমেরিকা। ইতিমধ্যেই ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন। যদিও তাতে ইরানের বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানানো হয়েছে। একটি বিবৃতিতে তারা বলেছে, ‘শত্রুদের সব ষড়যন্ত্রের মাঝেও আমরা ইরানি জাতিকে আশ্বস্ত করে বলতে চাই, হাজার হাজার বিপ্লবী ও উৎসাহী বিজ্ঞানী ও বিশেষজ্ঞের প্রচেষ্টায় গড়ে তোলা এই কর্মসূচির অগ্রগতিকে থামানো যাবে না। আমাদের পরমাণু কর্মসূচি অনেক শহিদের রক্তে গড়া, তা এগিয়ে যাবে।’
advertisement
6/8
শুধু তাই নয়, ইরান জানিয়েছে, তাদের পরমাণুকেন্দ্রগুলি থেকে কোনও তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না। ফলে ওই এলাকার মানুষ সুরক্ষিত রয়েছেন। চিন্তার কোনও কারণ নেই বলেও জানিয়েছে ইরান। এখানেই শেষ নয়, ইরানের পরমাণু কেন্দ্র থেকে কোনও তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না বলে জানিয়েছে সৌদি আরবের পরমাণু নিয়ন্ত্রক সংস্থাও।
advertisement
7/8
ইরানের সরকারি সংবাদমাধ্যমে আমেরিকার উদ্দেশেও বার্তা দেওয়া হয়েছে, ‘এর শেষ দেখে ছাড়ব। পশ্চিম এশিয়ায় থাকা প্রতিটি আমেরিকান নাগরিক ও সেনা এ বার থাকবে আমাদের নিশানায়।’
advertisement
8/8
আমেরিকার হামলার পরই ইরানের নেতা হোসেইন শারিয়াতমাদরি তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এখন আমাদের বিলম্ব না করে পদক্ষেপ নেওয়ার পালা। প্রথম পদক্ষেপ হিসেবে, আমাদের বাহরাইনে মার্কিন নৌবহরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হবে এবং একইসঙ্গে আমেরিকান, ব্রিটিশ, জার্মান এবং ফরাসি জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিতে হবে।’ এরপরই ইজরায়েলের দিকে মারাত্মক আঘাত করতে শুরু করেছে ইরান।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Mossad: আমেরিকার হামলার দিনই মোসাদকে ভয়াবহ জবাব ইরানের! ধরা পড়ে গেল ইরান ছারখার করা সেই গুপ্তচর! ইরান যা করল, দেখে স্তম্ভিত ইজরায়েল-আমেরিকা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল