বাড়ির ছাদ, গাড়ি, ল্যাম্পপোস্ট উড়ল খড়কুটোর মতো, ঝড়ের ধ্বংসলীলা বিহুকোর্টে!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
tornado caused extensive damage: একটি ভিডিওতে এক স্থানীয় টর্নে়োর এগিয়ে আসার মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন। লাল আকাশে কালো ধোঁয়ার মতো কুণ্ডলী পাকিয়ে এগিয়ে আসছে এই মিনি টর্নেডো।
advertisement
1/6

একদিকে বাংলা এই মুহূ্র্তে সিত্রাং সাইক্লোনের ভয়ে জবুথবু। অন্য দিকে পৃথিবীর আর এক প্রান্তে ধ্বংসলীলা চালাল মিনি টর্নেডো। ফ্রান্সের উত্তর দিকের একটি গ্রাম, বিহুকোর্টে।
advertisement
2/6
তারই ধ্বংসাবশেষের একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ পেল সদ্য। আঁতকে উঠেছেন নেটিজেনরা। অনেকেই বলছে, এমন ঝড় বহু বছর দেখেনি ফ্রান্স।
advertisement
3/6
ভয়াবহ সে দৃশ্যে সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে। কোথাও বাড়ির ছাদ ভেঙে পড়েছে, কোথাও চার্চের ছাদ উড়ে গিয়েছে, কোথাও আবার গাড়ির অবস্থা শোচনীয়, কোথাও বা ল্যাম্পপোস্টের খুঁটি উপড়ে গিয়েছে।
advertisement
4/6
রবিবার উত্তর ফ্রান্সের ক্যালাইস বন্দরের কাছে এই গ্রামে এমনই ঝড় দেখল মানুষ। এর আগে দিন কয়েক ধরেই ফ্রান্সে অসময়ের গরম পড়েছিল। ঠিক তার পরেই এই টর্নেডোর উত্থান।
advertisement
5/6
একটি ভিডিওতে এক স্থানীয় টর্নে়োর এগিয়ে আসার মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন। লাল আকাশে কালো ধোঁয়ার মতো কুণ্ডলী পাকিয়ে এগিয়ে আসছে এই মিনি টর্নেডো। ভয়ঙ্কর সে দৃশ্য ট্যুইটারে পোস্ট হয়েছে।
advertisement
6/6
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গ্রামের এক জন আহত হয়েছে এই ঝড়ে। আর গোটা গ্রামের পরিকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। একাধিক বাড়ি ভেঙে পড়েছে।