TRENDING:

বাড়ির ছাদ, গাড়ি, ল্যাম্পপোস্ট উড়ল খড়কুটোর মতো, ঝড়ের ধ্বংসলীলা বিহুকোর্টে!

Last Updated:
tornado caused extensive damage: একটি ভিডিওতে এক স্থানীয় টর্নে়োর এগিয়ে আসার মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন। লাল আকাশে কালো ধোঁয়ার মতো কুণ্ডলী পাকিয়ে এগিয়ে আসছে এই মিনি টর্নেডো।
advertisement
1/6
বাড়ির ছাদ, গাড়ি, ল্যাম্পপোস্ট উড়ল খড়কুটোর মতো, ঝড়ের ধ্বংসলীলা বিহুকোর্টে!
একদিকে বাংলা এই মুহূ্র্তে সিত্রাং সাইক্লোনের ভয়ে জবুথবু। অন্য দিকে পৃথিবীর আর এক প্রান্তে ধ্বংসলীলা চালাল মিনি টর্নেডো। ফ্রান্সের উত্তর দিকের একটি গ্রাম, বিহুকোর্টে।
advertisement
2/6
তারই ধ্বংসাবশেষের একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ পেল সদ্য। আঁতকে উঠেছেন নেটিজেনরা। অনেকেই বলছে, এমন ঝড় বহু বছর দেখেনি ফ্রান্স।
advertisement
3/6
ভয়াবহ সে দৃশ্যে সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে। কোথাও বাড়ির ছাদ ভেঙে পড়েছে, কোথাও চার্চের ছাদ উড়ে গিয়েছে, কোথাও আবার গাড়ির অবস্থা শোচনীয়, কোথাও বা ল্যাম্পপোস্টের খুঁটি উপড়ে গিয়েছে।
advertisement
4/6
রবিবার উত্তর ফ্রান্সের ক্যালাইস বন্দরের কাছে এই গ্রামে এমনই ঝড় দেখল মানুষ। এর আগে দিন কয়েক ধরেই ফ্রান্সে অসময়ের গরম পড়েছিল। ঠিক তার পরেই এই টর্নেডোর উত্থান।
advertisement
5/6
একটি ভিডিওতে এক স্থানীয় টর্নে়োর এগিয়ে আসার মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন। লাল আকাশে কালো ধোঁয়ার মতো কুণ্ডলী পাকিয়ে এগিয়ে আসছে এই মিনি টর্নেডো। ভয়ঙ্কর সে দৃশ্য ট্যুইটারে পোস্ট হয়েছে।
advertisement
6/6
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গ্রামের এক জন আহত হয়েছে এই ঝড়ে। আর গোটা গ্রামের পরিকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। একাধিক বাড়ি ভেঙে পড়েছে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
বাড়ির ছাদ, গাড়ি, ল্যাম্পপোস্ট উড়ল খড়কুটোর মতো, ঝড়ের ধ্বংসলীলা বিহুকোর্টে!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল