তখন অচেতন রোগিনী, উন্মুক্ত যৌনাঙ্গের ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দিলেন চিকিৎসক, তারপর...
Last Updated:
advertisement
1/7

♦ তিনি শল্যচিকিৎসক ৷ রোগী-রোগিনীদের সুস্থ করে তোলাই তাঁর কাজ ৷ চিকিৎসা শুধুই পরিষেবা নয় ৷ এর পিছনে রয়েছে চরম অধ্যাবসায়, মূল্যবোধ এবং রোগীর প্রতি অসম্ভব সহানুভূতি দেখানোর মানসিকতা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
♦ তবে মায়ামির এক বিশ্ববিদ্যালয়ের এক শল্য চিকিৎসক যা করলেন, তা চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত লজ্জার বলেই মনে করছেন মানুজন ৷ কিন্তু তিনি ঠিক কী করেছিলেন ?প্রতীকী ছবি ৷
advertisement
3/7
♦ নিজের ইনস্টাগ্রাম পোস্টে এক রোগীর যৌনাঙ্গের ছবি পোস্ট করে দেন শল্যচিকিৎসক ক্রিস্টোফার জন সালগাদো ৷ আর এই অভিযোগে তাঁর চাকরিটিও খুইয়েছেন ওই চিকিৎসক ৷ তাঁর বিরুদ্ধে গোপনীয়তা ভঙ্গ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রতীকী ছবি ৷
advertisement
4/7
♦ এলজিবিটিকিউ সেন্টার ফর ওয়েলনেস, জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল হেল্থ দফতরের বিভাগীয় প্রধান সালগাদোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতীকী ছবি ৷
advertisement
5/7
♦ জানা গিয়েছে, গত ভ্যালেন্টাইন্স ডে-তে রূপান্তরকামী এক রোগীর অস্ত্রোপচারের পরে তাঁর যৌনাঙ্গের ছবি হার্ট আকারে সাজিয়ে মোবাইলে ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেন ওই চিকিৎসক। ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, 'আপনার ভালোবাসা প্রদর্শনের নানান উপায় রয়েছে।' প্রতীকী ছবি ৷
advertisement
6/7
♦ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ২০১৮ সালের অক্টোবর মাস থেকেই ইনস্টাগ্রামে এমন অসংখ্য ছবি ও তথ্য শেয়ার করছেন সালগাদো। এই ধরনের ছবির মধ্যে রয়েছে এক রোগীর গুহ্যদ্বার থেকে অস্ত্রোপচারের সাহায্যে উদ্ধার করা ডিলডো বা কৃত্রিম পুরুষাঙ্গের ছবিও। প্রতীকী ছবি ৷
advertisement
7/7
♦ চিকিৎসকের এ হেন আচরণ রোগীর মনোবল ও আস্থা নষ্ট করার পাশাপাশি রূপান্তরকামী সমাজের বিরুদ্ধে অপমানসূচক আচরণ বলে দাবি ওঠে৷ এর পরেই ডিলিট করা হয় সালগাদোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (@sexsurgeon)। প্রতীকী ছবি ৷