TRENDING:

রাশিয়ার করোনা ভ্যাকসিনে আস্থা মেক্সিকোর, প্রথম টিকা নেবেন সে-দেশের প্রেসিডেন্ট

Last Updated:
সমস্ত প্রশ্ন, সমালোচনাকে উড়িয়ে রাশিয়ার করোনা ভ্যাকসিনে আস্থা রাখল মেক্সিকো! সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওবরাডোর জানিয়ে দিলেন, তিনিই প্রথম গ্রহণ করবেন রাশিয়ায় তৈরি হওয়া করোনাভাইরাসের ভ্যাকসিন
advertisement
1/7
রাশিয়ার করোনা ভ্যাকসিনে আস্থা মেক্সিকোর, প্রথম টিকা নেবেন সে-দেশের প্রেসিডেন্ট
সমস্ত প্রশ্ন, সমালোচনাকে উড়িয়ে রাশিয়ার করোনা ভ্যাকসিনে আস্থা রাখল মেক্সিকো! সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওবরাডোর জানিয়ে দিলেন, তিনিই প্রথম গ্রহণ করবেন রাশিয়ায় তৈরি হওয়া করোনাভাইরাসের ভ্যাকসিন।
advertisement
2/7
ছিল হাজার প্রশ্ন, ছিল তর্ক-বিতর্ক, সন্দেহের চোখে দেখছিল খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু... কিন্তু সব সমালোচনাকে উড়িয়ে দিয়ে করোনা ভ্যাকসিন উৎপাদন শুরু করে দিল রাশিয়া আর সেই ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো, ঘোষণা করেছে এই টিকার প্রথম ব্যাচ উত্‍‌পাদনও করবে বলে। সাংবাদিক সম্মেলনে আন্দ্রে জানান, 'আমিই প্রথম এই টিকা নেব।' এই টিকা তৈরি করতে AstraZeneca Plc ওষুধের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মেক্সিকো ও আর্জেন্টিনা।
advertisement
3/7
মেক্সিকোর ডেপুটি ফরেন মিনিস্টার মারঠা ডেলগাডো জানিয়েছেন, দেশে এই মুহূর্তে ২০০ মিলিয়ন পর্যন্ত ডোজ প্রয়োজন। তৃতীয় ধাপের ট্রায়াল সফল হলে, আগামী বছর এপ্রিলেই প্রথম ব্যাচের ভ্যাকসিন বাজারে আসবে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। অগাস্টের শেষের দিকেই এই ভ্যাকসিন সাধারণের ব্যবহারের জন্য বাজারে এসে যাবে বলে জানানো হয়েছে।
advertisement
4/7
প্রথমে বলা হয়েছিল রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের তৈরি এই ভ্যাকসিন বাজারে আসতে আসতে সেপ্টেম্বর মাস হয়ে যাবে এবং গণহারে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে অক্টোবর মাসে। তবে সেই সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে, জানা গিয়েছে, অগাস্টের শেষেই সাধারণের ব্যবহারের জন্য বাজারে চলে আসবে করোনা ভ্যাকসিন।
advertisement
5/7
গত ১১ অগাস্ট করোনা ভ্যাকসিনকে অনুমোদন দিয়ে বাজিমাত করে ফেলে রাশিয়া! হইচই পড়ে যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণায়। তিনি জানান, তাঁর স্বাস্থ্যমন্ত্রক এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে রুশ প্রেসিডেন্টের মেয়ের দেহেই।
advertisement
6/7
এরপরই শুরু হয় বিতর্ক! রাশিয়ায় তৈরি কোভিড ১৯ ভ্যাকসিন বাধ্যতামূলক তৃতীয় দফার পরীক্ষা ছাড়াই অনুমোদন পেয়েছে বলে অভিযোগ। তৃতীয় দফার পরীক্ষায় মানব শরীরের ওপরে ট্রায়াল চালানো হয়। অত্যন্ত দ্র‌ুত গতিতে এই ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ করেছে বলে অভিযোগ ওঠে। মাত্র দু-মাসের মধ্যে যে ভাবে এই ভ্যাকসিনের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে, তাই নিয়েই প্রশ্ন উঠেছে। সাধারণত কোনও নতুন ভ্যাকসিনের ট্রায়াল শেষ হতে বেশ কয়েক মাস, অনেক সময় বছরও লেগে যায়। রাশিয়ার ভ্যাকসিন নিয়ে নানা দেশের সন্দেহ ছিলই, রাশিয়ারই ৩০০০ জন ডাক্তার একটি সমীক্ষায় নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তাঁরা এই সুপারফাস্ট অনুমোদন ও তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন।
advertisement
7/7
রাশিয়া অবশ্য এসবে কান দিচ্ছেন না। কুমীরের কান্না বলেই এসব ওড়াচ্ছে রুশ প্রশাসন। তাঁদের বক্তব্য, সাফল্যে ঈর্ষান্বিত হয়েই উন্নত দেশগুলি তীর্যক মন্তব্য করছে। রুশ প্রেসিডেন্টের নির্দেশ অন্তত ৬০ শতাংশ রুশ নাগরিকের শরীরে করোনা টিকা দিতে হবে। রাশিয়ার পরিকল্পনা এই বছর অন্তত চার কোটি টিকা বাজারে আনার।
বাংলা খবর/ছবি/বিদেশ/
রাশিয়ার করোনা ভ্যাকসিনে আস্থা মেক্সিকোর, প্রথম টিকা নেবেন সে-দেশের প্রেসিডেন্ট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল