Mamdani Wife: স্বামীর উত্থানে স্ত্রীই মাস্টারমাইন্ড, নিউইয়র্কে মামদানি জিততেই সারা বিশ্বের আলোচনায় স্ত্রী রামা! ২৮ বছরের রামার অবদান নিয়ে কথা সর্বত্র
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamdani Wife: ২০২১ সালে রামার সঙ্গে মামদানির বিয়ে হয়। মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যথেষ্ট লড়াই করতে হয়েছে মামদানিকে।
advertisement
1/5

নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। আর তার সঙ্গেই চর্চা শুরু হয়েছে মামদানির স্ত্রী রামা দুয়াজিকে নিয়ে। নিউ ইয়র্কের প্রথম ভারতীয় বংশোদ্ভূত ও মুসলিম মেয়র হিসেবে মামদানির উঠে আসার পিছনে ২৮ বছরের রামার অবদান অনেকখানি বলে মানছে আমেরিকার রাজনৈতিক মহলও।
advertisement
2/5
মামদানির মতোই রামাও অভিবাসী পরিবারের সন্তান। জন্মসূত্রে তিনি সিরিয়ান। ২০২১ সালে রামার সঙ্গে মামদানির বিয়ে হয়। মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যথেষ্ট লড়াই করতে হয়েছে মামদানিকে। তাঁর নির্বাচনী প্রচারের পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন রামা। পেশায় তিনি চিত্রশিল্পী এবং ইলাস্ট্রেটর।
advertisement
3/5
সেই দক্ষতাকে কাজে লাগিয়ে বিশেষ হরফে হলুদ, কমলা ও নীল রঙে মামদানির নাম লিখে প্রচার, সেই নামকে একটি ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার কাজটি নীরবে করে গিয়েছেন রামা। সমান্তরালভাবে সোশ্যাল মিডিয়াতেও নির্বাচনের প্রচারও সামলেছেন।
advertisement
4/5
পেশাগত জীবনেও সফল রামা। নিউ ইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টস থেকে স্নাতকোত্তর রামার ছবি প্রকাশিত হয়েছে ওয়াশিংটন পোস্ট, বিবিসি সহ একাধিক প্রথম সারির সংবাদমাধ্যমে।
advertisement
5/5
আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব নেবেন মামদানি। ফলে আর কিছুদিনের নিউ ইয়র্কের মেয়রের বাসভবন গ্রেসি ম্যানসনে থাকতে শুরু করবেন মামদানি ও রামা। তার সঙ্গেই প্রথমবারের জন্য জেন জি ‘ফার্স্ট লেডি’ পাবে নিউ ইয়র্ক শহর। নতুন বছরের সঙ্গেই শুরু হবে এক নতুন অধ্যায়ের।