TRENDING:

মলদ্বীপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? সে দেশ ভ্রমণ করে ফেরার জন্য কি এখন থেকে প্রচুর মূল্য দিতে হবে ভ্রমণার্থীদের? জেনে নিন বিশদে

Last Updated:
Maldives Travel package: আগামী মাস থেকেই আরও বেশি দামি হতে চলেছে মলদ্বীপ। কারণ আগামী ১ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে এক্সিট ফি চার গুণ বৃদ্ধি করতে চলেছে সরকার। 
advertisement
1/8
মলদ্বীপে ঘুরতে যাওয়ার 'প্ল্যান'? কত খরচ? কতদিনের প্রস্তুতি লাগে? জানুন বিশদে
ভ্রমণার্থীদের মধ্যে ব্যাপক ভাবে জনপ্রিয়তা পেয়েছে মলদ্বীপ (Maldives)। তবে বিশ্বের সবথেকে দামি পর্যটন স্থলগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে দ্বীপপুঞ্জের এই দেশ। কিন্তু আগামী মাস থেকেই আরও বেশি দামি হতে চলেছে মলদ্বীপ। কারণ আগামী ১ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে এক্সিট ফি চার গুণ বৃদ্ধি করতে চলেছে সরকার। 
advertisement
2/8
সিএনএন-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, মূলত দেশের বাইরে যাওয়ার জন্য যাত্রীরা কোন ক্লাসের পরিষেবা ব্যবহার করছেন, তার উপর ভিত্তি করে যাত্রী প্রতি প্রস্থান কর বা ডিপারচার ট্যাক্স বিভক্ত করা হয়ে থাকে।
advertisement
3/8
ইকোনমি ক্লাসের যাত্রীদের দিতে হবে ৫০ ডলার। যা ৩০ ডলারের থেকে বৃদ্ধি পাচ্ছে। আবার বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে এই ডিপারচার ট্যাক্স দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ আগে যেটা ৬০ ডলার ছিল, এখন সেটা হয়ে গিয়েছে ১২০ ডলার। একবার দেখে নেওয়া যাক, সেই ফি-এর তালিকা।
advertisement
4/8
ফার্স্ট-ক্লাসে ট্রাভেল এক্সিট ফি ৯০ ডলার থেকে বেড়ে হচ্ছে ২৪০ ডলার। আবার প্রাইভেট জেটের যাত্রীদের জনপ্রতি এখন থেকে দিতে হবে ৪৮০ ডলার। আগে এই করের পরিমাণ ছিল ১২০ ডলার। মলদ্বীপের বাসিন্দা নন, এমন ভ্রমণার্থীদের বয়স আর পাসপোর্ট নির্বিশেষে এই ফি দিতে হবে। তবে এর আওতায় উড়ানের মেয়াদ অথবা দৈর্ঘ্য আসবে না। যার অর্থ হল, দিল্লি থেকে মলদ্বীপ গেলে যা ফি দিতে হবে, লন্ডন থেকে গেলেও সেই একই পরিমাণ ফি দিতে হবে।
advertisement
5/8
মলদিভিয়ান ইনল্যান্ড রেভেনিউ অথরিটি (এমআইআরএ) ঘোষণা করেছে যে, দেশের প্রাথমিক ট্রানজিট হাব ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরের রক্ষণাবেক্ষণের জন্য রাজস্ব আয় করার জন্য নভেম্বর মাসে কর বৃদ্ধি পেয়েছে। 
advertisement
6/8
এতে কি মলদ্বীপ ভ্রমণের উপর প্রভাব পড়বে? সিএনএন প্রতিবেদন অনুযায়ী, কিছু পর্যটক অবশ্য নতুন এই চার্জ খেয়াল করেননি। এই ফি এয়ারলাইন টিকিটের মূল্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তাই পাসপোর্ট কন্ট্রোলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভ্রমণার্থীদের সেই টাকা দিতে হবে না।
advertisement
7/8
সমস্ত বিজনেস ক্লাস এয়ারলাইন স্টার্ট-আপ Beond-এর তরফে বলা হয়েছে, নতুন এই ডিপারচার ট্যাক্স এড়ানোর জন্য ৩০ নভেম্বরের আগে টিকিট কেটে ফেলা যেতে পারে। পর্যটনের উপরেই নির্ভরশীল মলদ্বীপ। দেশের জনসংখ্যার চাহিদার সঙ্গে অর্থের ভারসাম্য বজায় রাখার জন্য লড়াই করার কারণে এই ফি বৃদ্ধি করা হয়েছে।
advertisement
8/8
প্রসঙ্গত, একাধিক আর্থিক চ্যালেঞ্জেের সম্মুখীন হয়েছে মলদ্বীপ। ঋণের চাপ রয়েছে এ দেশের উপর। তার উপর প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন আগে নির্মাণ প্রকল্পের জন্য চিনের কাছ থেকে প্রচুর পরিমাণ অর্থ ধার করেছিল। মলদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু নিজেও বলেছিলেন যে, প্রচুর ঋণের কারণে নতুন প্রকল্প চালু করতে পারছেন না তিনি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
মলদ্বীপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? সে দেশ ভ্রমণ করে ফেরার জন্য কি এখন থেকে প্রচুর মূল্য দিতে হবে ভ্রমণার্থীদের? জেনে নিন বিশদে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল