স্কুল না যাওয়ার বাহানা, সারা গায়ে চিকেন পক্স এঁকে ইন্টারনেটে ভাইরাল খুদে
Last Updated:
advertisement
1/5

ক্লাসের অনেকেই অসুস্থ হয়ে পড়ছিল চিকেন পক্সের দাপটে৷ বানান পরীক্ষা থেকে বাঁচতে তাই নিজের সারা গায়ে চিকেন পক্স এঁকেছিল খুদে৷ কিন্তু তাতেও মিলল না রেহাই৷ তবে ৬ বছরের ছোট্ট লিলির সেই কীর্তিই এখন ইন্টারনেটে ভাইরাল৷
advertisement
2/5
হোমওয়ার্ক করার জন্য মার কাছে লাল মার্কার চায় লিলি৷ তারপর সারা গায়ে চিকেন পক্স এঁকে চুলকোতে থাকে লিলি৷ যদিও, নিমেষেই বাবা, মায়ের কাছে ধরা পড়ে যায় ছোট্ট লিলি৷
advertisement
3/5
লিলির মা শার্লো স্কুলি সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি পোস্ট করে লিখেছেন, লিলি হোমওয়ার্ক করার জন্য আমার থেকে লাল মার্কান নিয়ে যায়৷ মাত্র ১০ মিনিট পরই ছুটে এসে জানায় ওর সারা গায়ে চুলকোচ্ছে৷
advertisement
4/5
"আমরা দেখি লিলি সারা গায়ে চিকেন পক্স এঁকেছে৷ আমি আর ওর বাবা হাসাহাসি করলেও লিলি কিছুতেই মানতে চাইছিল না৷ তারপর যেই বলি এবার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে ভয় পেয়ে দৌড়ে বাথরুমে চলে যায় লিলি৷"
advertisement
5/5
জল দিয়ে ঘষে তোলার চেষ্টা করলেও দাগ ওঠেনি৷ আসলে স্কুল থেকে কিছুদিনের ছুটি চেয়েছিল লিলি৷ মেয়ের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মা শার্লো৷ তারপরই ভাইরাল হয়ে যায় লিলির ছবি৷