ট্রাম্প সুপ্রিম কোর্টে গেলেও ভোটের ফল বদলাবে না, দাবি আইন বিশেষজ্ঞদের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আইন বিশেষজ্ঞদের মতে, ভোট কারচুপির যে অভিযোগ ডোনাল্ড ট্রাম্প তুলছেন, সেই বিষয়ে আদালত আদৌ হস্তক্ষেপ করবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে৷
advertisement
1/6

ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন৷ Photo-File
advertisement
2/6
আইন বিশেষজ্ঞদের মতে, ভোট কারচুপির যে অভিযোগ ডোনাল্ড ট্রাম্প তুলছেন, সেই বিষয়ে আদালত আদৌ হস্তক্ষেপ করবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে৷ শেষ পর্যন্ত তা হলেও, তাতে পেনসিলভানিয়া বা মিশিগানের মতো রাজ্যে ভোট গণনার ফলাফল আদৌ বদলাবে কি না, সে বিষয়েও নিশ্চিত নন আইনি বিশেষজ্ঞরা৷
advertisement
3/6
বুধবার ভোট গণনা শেষ হওয়ার আগেই হোয়াইট হাউস থেকে বেনজির অভিযোগ তোলেন ডোনাল্ড ট্রাম্প৷ নিজেকে জয়ী ঘোষণা করে তিনি দাবি করেন, 'এটা আমাদের দেশবাসীর সঙ্গে বড়সড় প্রতারণা৷ আমরা চাই আইন সঠিক ভাবে ব্যবহৃত হোক৷ তাই আমরা আমেরিকার সুপ্রিম কোর্টে যাচ্ছি৷ আমরা চাই ভোট গ্রহণ বন্ধ হোক৷'Photo-Reuters
advertisement
4/6
এমন চাঞ্চল্যকর অভিযোগ তুললেও তার স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প৷ কী অভিযোগে নির্দিষ্ট ভাবে মামলা করা হবে, তাও স্পষ্ট করেননি তিনি৷ মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর আমেরিকার স্থানীয় সময় বুধবার বিকেল পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলছে ট্রাম্প এবং বাইডেনের৷ তবে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী৷
advertisement
5/6
আইনি বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যালট বা ভোটিং প্রক্রিয়া নিয়ে আইনি লড়াই হতেই পারে৷ কিন্তু তা হলেও সেক্ষেত্রে সার্বিক ফলাফল বদলে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ৷ ফলে আইনি লড়াইয়েরযে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছেন, তাতে তিনি কতটা সফল হবেন, তা নিয়ে সংশয় থাকছেই৷
advertisement
6/6
ওহিও স্টেট ইউনিভার্সিটি-র আইন বিশেষজ্ঞ নেড ফলি বলেছেন, 'নির্বাচনের ফলাফলে ফারাক গড়ে দিতে পারে এমন প্রদত্ত ভোটের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠলেই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে৷ যে সম্ভাবনা খুবই কম৷'