Transgender Men Pregnant: পুরুষের গর্ভে সন্তান! এই 'রুপান্তরিত বাবাদের' গল্প জানলে অবাক হবেন
- Published by:Anulekha Kar
Last Updated:
পুরুষের গর্ভে সন্তান! এই 'রুপান্তরিত বাবাদের' গল্প জানলে অবাক হবেন
advertisement
1/5

কেরলের কোঝিকোড়ের এক ট্রান্স পুরুষের গর্ভবতী হওয়ার খবর এখন শিরোনামে। মার্চ মাসেই সন্তানের জন্ম দিতে চলেছেন এই ট্রান্স পুরুষ। ভারতে এই প্রথমবার সন্তানের জন্ম দেবেন কোনও রূপান্তরিত পুরুষ।তবে বিশ্বে এই ঘটনা বিরল নয়। বহু দেশেই সন্তানের জন্ম দিয়েছেন রূপান্তরিতি।ত দম্পতি সাহাদ এবং জিয়া পাভাল কেরালার কোঝিকোড়ের একজন ট্রান্সজেন্ডার দম্পতি। মার্চ মাসেই তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন তাঁরা। নিজেদের সামাজিক মাধ্যমেই সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি প্রকাশ্যে আনেন জিয়া। (ছবি- ইন্সটাগ্রাম)
advertisement
2/5
মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়েটেলের ড্যানি ওয়েকফিল্ড ২০২০ সালে তার প্রথম সন্তানের জন্ম দেন। ড্যানির চিকিৎসায় প্রায় দেড় ঘণ্টা সময় লাগে কারণ চিকিৎসকরা বিশ্বাস করেননি যে তিনি গর্ভবতী। ড্যানি জানান, যে 'ট্রান্স পুরুষ গর্ভাবতী হওয়া সম্পর্কে মানুষের কাছে খুব কম তথ্য আছে যার কারণে ট্রান্স পুরুষের সন্তানের জন্ম দিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। (ছবি- ইন্সটাগ্রাম)
advertisement
3/5
'ছবিতে কেডেন কোলম্যান একজন ট্রান্সম্যান। আমেরিকায় বসবাসকারী কেডেনের দুই মেয়ে রয়েছে। প্রথম কন্যার জন্ম ২০১৩ সালে এবং দ্বিতীয়টি ২০২০ সালে। গর্ভবতী হওয়ার জন্য, কেডেনও একই কৌশল ব্যবহার করেছিলেন যা যে কোনও ট্রান্স পুরুষকে গর্ভবতী করতে পারে। এই কৌশলগুলির মধ্যে রয়েছে সহকারী প্রজনন প্রযুক্তি (ART), অন্তঃসত্ত্বা গর্ভধারণ (IUI) বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF)৷ কেডেনের দুটি কন্যা রয়েছে৷ (ছবি- ইন্সটাগ্রাম)
advertisement
4/5
অস্ট্রেলিয়ার সনি উইট একজন ট্রান্স পিতা। ২০২২ সালে একটি কন্যা সন্তানের জন্ম দেন সানি। ভিট IVF (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) এর মাধ্যমেই সন্তানের জন্ম দেন তিনি। (ছবি- ইন্সটাগ্রাম)
advertisement
5/5
ভার্জিনিয়ার ইউএস আর্মি ভেট শন ম্যাকক্লাউড। ইনস্টাগ্রামে, তিনি তার গর্ভাবস্থার ৬ মাস বনাম ২ মাসের একটি ছবি রেখেছেন। (ছবি- ইন্সটাগ্রাম)