TRENDING:

Coronavirus: করোনা ছুঁতেও পারেনি এই দেশগুলির মানুষদের, ওমিক্রন-ডেল্টার নাম-গন্ধ ছিল না

Last Updated:
Corona Free Countries: এই আটটি দেশকে ছুঁতে পারেনি করোনাভাইরাস।
advertisement
1/8
করোনা ছুঁতেও পারেনি এই দেশগুলির মানুষদের, ওমিক্রন-ডেল্টার নাম-গন্ধ ছিল না
সারা বিশ্ব করোনার তাণ্ডবে অতিষ্ঠ। কিন্তু এই দেশগুলিতে করোনার নাম-গন্ধ ছিল না।ওমিক্র-ডেল্টা, করোনার কোনও ভ্যারিটেন্ট ছিল না এই দেশগুলিতে। তালিকায় প্রথম দেশ টোকেলাউ। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কাছে অবস্থিত। এই দেশকে WHO কোভিড মুক্ত ঘোষণা করেছিল। এখানে কোনো বিমানবন্দর নেই। এই দেশে আসার একমাত্র পথ হল জাহাজের। মাত্র ১৫০০ জনসংখ্যার এই দেশে এখনও পর্যন্ত করোনার একটিও কেস ধরা পড়েনি।
advertisement
2/8
দ্বিতীয় দেশ টুভালু। ডব্লিউএইচও-এর রিপোর্ট অনুযায়ী, এখানে একশো জনের মধ্যে পঞ্চাশ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই দেশ কমনওয়েলথ নেশনের সদস্য। করোনা মহামারীর সময় এই দেশ ভীষণ সতর্ক ছিল। তাই এখানে একটিও করোনা কেস পাওয়া যায়নি। প্রথম থেকেই কোয়ারেন্টাইন এবং দেশে আসা-যাওয়ার ব্যাপারে কঠোর নিয়মনীতি করা হয়েছিল।
advertisement
3/8
প্রশান্ত মহাসাগরে অবস্থিত পিটকের্ন দ্বীপটি মূলত চারটি দ্বীপের একটি সমষ্টি। কিন্তু অন্য তিনটির পরিবর্তে এই দ্বীপটিই করোনামুক্ত থাকতে পেরেছে। এই দ্বীপে মাত্র পঞ্চাশ জন মানুষ বাস করেন এবং এখনও এই সমস্ত মানুষ করোনা সংক্রমণ থেকে মুক্ত।
advertisement
4/8
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনাকে বিশ্বের অন্যতম প্রত্যন্ত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। এটি আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূল থেকে ১২০০ মাইল এবং রাজধানী রিও থেকে ২৫০ মাইল দূরে অবস্থিত। এখানকার জনসংখ্যা মাত্র ৪৫০০। এখানে একজনও করোনা সংক্রমিত হননি। এই দেশে একশো জনের মধ্যে ৫৮ জনকে টিকা দেওয়া হয়েছিল।
advertisement
5/8
অস্ট্রেলিয়ার কাছে অবস্থিত একটি ছোট দেশ নাউরু। এই দেশটি সাদা বালির সৈকতের জন্য বিখ্যাত। পর্যটকদের মধ্যে জনপ্রিয়। সময়মতো সীমান্ত সিল করে করোনা সংক্রমণ রুখে দেয় এই দেশ।
advertisement
6/8
পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়ায় এখনও করোনা হানা দেয়নি। চারটি দ্বীপের সমষ্টি এই দেশ। এ দেশেও পর্যটকদের ভিড় ছিল। কিন্তু করোনার শুরুতেই সীমান্ত বন্ধ করে দেয় প্রশাসন।
advertisement
7/8
নিউই দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ দেশ। করোনাকে হারাতে সফল হয়েছে এই দেশ। ডব্লিউএইচও-র রিপোর্ট অনুযায়ী, এখানে ১০০ জনের মধ্যে ৭৯ জনকে সম্পূর্ণভাবে করোনার বিরুদ্ধে টিকা দেওয়া হয়েছে। এখানে প্রতি ১০০ জনের মধ্যে ৭৯ জন টিকা পেয়েছেন।
advertisement
8/8
মধ্য এশিয়ায় তুর্কমেনিস্তান খুবই সুন্দর দেশ। এখনও পর্যন্ত সেখানে করোনার একটিও কেস পাওয়া যায়নি। দেশে ভিড় জমাতে দেওয়া হয়নি। এছাড়া সবাইকে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। লোকজন সেটা প্রথম থেকেই অনুসরণ করেছেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Coronavirus: করোনা ছুঁতেও পারেনি এই দেশগুলির মানুষদের, ওমিক্রন-ডেল্টার নাম-গন্ধ ছিল না
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল