IN PICS: হাওয়াই দ্বীপে অগ্ন্যুত্পাত, ১০ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ
Last Updated:
advertisement
1/16

হাওয়াইয়ের পুর্বাঞ্চলের বিগ আইল্যান্ডে কিলাউয়া আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত, এতে বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ (Photo: AP)
advertisement
2/16
এমনকি কোনো কোনো বসবাস এলাকায় লাভা ঢুকে পড়েছে বলেও খবর পাওয়া যায়। (Photo: AP)
advertisement
3/16
ইতিমধ্যেই জানা গিয়েছে, ১৭০০ জনের ও বেশি মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। (Photo: AP)
advertisement
4/16
হাওয়াই দ্বীপের যে পাঁচটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে তার মধ্যে এটি অন্যতম। বৃহস্পতিবার ঘুম ভাঙে কিলাউয়ার। তারপর থেকে একেরপর এক বিস্ফোরণ (Photo: AP)
advertisement
5/16
লাভার কারনে অন্তত তিনটি রাস্তায় ফাটল ধরেছে বলে জানিয়েছে হাওয়াইয়ের সিভিল ডিফেন্স এজেন্সি। (Photo: AP)
advertisement
6/16
এর আগে অন্য একটি অঞ্চল থেকে ২,০০০ বাসিন্দাকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল (Photo: AP)
advertisement
7/16
সময়ের সাথে সাথে আরও ভয়ঙ্কর হচ্ছে হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরি। (Photo: AP)
advertisement
8/16
কিলাউয়া আগ্নেয়িগিরর বিভিন্ন শিরা বিস্ফোরিত হয়ে লাভা বেরিয়ে আসছে। (Photo: AP)
advertisement
9/16
বিস্ফোরণের পাশাপাশি বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। (Photo: AP)
advertisement
10/16
এখন অন্তত ১৪টি জায়গা থেকে লাভা ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে (Photo: AP)
advertisement
11/16
হাওয়াইয়ের এই বিগ আইল্যান্ডে প্রায় এক হাজার ৭০০ মানুষের বাস। (Photo: AP)
advertisement
12/16
অনেক বাড়িতে লাভা ঢুকে পড়েছে বলেও খবর পাওয়া গেছে (Photo: AP)
advertisement
13/16
যাঁরা অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পরেও বাড়িতে আছেন, তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ (Photo: AP)
advertisement
14/16
Photo: AP
advertisement
15/16
Photo: AP
advertisement
16/16
অগ্ন্যুৎপাত কবে বন্ধ হবে সেটা এখনও জানা যায়নি (Photo: AP)