Israel-Palestine Conflict: আগুন, বিস্ফোরণ, গুলি! ভয়ে দৌঁড়াচ্ছেন বাসিন্দারা, ইজরায়েল-প্যালেস্টাইন যু্দ্ধে ভয়ানক ছবি
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Israel-Palestine Conflict: প্যালেস্টাইনের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভবনগুলিতে মিশাইল হামলা করা হয়। সেই সঙ্গে সেনাও নামানো হচ্ছে একাধিক জায়গায়
advertisement
1/11

ইজরায়েলের সীমান্ত লাগোয়া একাধিক অংশে হামলা চালানোর পরে প্যালেস্টাইনের একাধিক গুরুত্বপূর্ণ অংশে হামলা শুরু ইজরায়েলি সেনা। সেই সঙ্গে বায়ুসেনার যুদ্ধবিমানও হামলা শুরু করেছে। (Photo Courtesy: AP)
advertisement
2/11
জানা গিয়েছে, প্যালেস্টাইনের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভবনগুলিতে মিশাইল হামলা করা হয়। সেই সঙ্গে সেনাও নামানো হচ্ছে একাধিক জায়গায়।(Photo Courtesy: AP)
advertisement
3/11
এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন আয়রন শোর্ডস। যদিও প্যালেস্টাইনের হামলায় ইজরায়েলের সীমান্ত লাগোয়া এলাকাগুলি কার্যত বিধ্বস্ত হয়ে গিয়েছে।(Photo Courtesy: AP)
advertisement
4/11
মধ্য প্রাচ্যের বিভিন্ন মিডিয়া দাবি করেছে, ইজরায়েলের সীমান্ত লাগোয়া এলাকাতে হামলা চালানোর ফলে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বহু ইজরায়েলি সেনাও রয়েছে। (Photo Courtesy: AP)
advertisement
5/11
বহু ইজরায়েলি নাগরিক এবং সেনাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ইজরায়েলের বেশ কয়েকজন সিনিয়র অফিসারও হয়েছে। আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে, বন্দিদের মধ্যে অনেককে হত্যা করা হয়েছে।(Photo Courtesy: AP)
advertisement
6/11
ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দক্ষিণ ও মধ্য ইজরায়েলে হামাসের হামলায় এখনও পর্যন্ত ৯০৮ জন আহত হয়েছে। এদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০ জনের। (Photo Courtesy: AP)
advertisement
7/11
এপির রিপোর্ট অনুযায়ী, প্যালেস্টাইনের পাল্টা দাবি, হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা হানায় গাজায় কমপক্ষে ১৯৮ জন নিহত এবং ১,৬১০ জন আহত হয়েছেন। (Photo Courtesy: AP)
advertisement
8/11
ইসরায়েলের দাবি, প্যালেস্টাইন থেকে ৫ হাজার রকেট ছোঁড়া হয়েছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ অংশগুলি লক্ষ্য করে এই রকেটগুলি ছোঁড়া হয়েছে।(Photo Courtesy: AP)
advertisement
9/11
হামলার হাত থেকে বাদ যায়নি ইসরায়েলের সেনা দফতরও। এর পরেই জরুরি বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করে দেন প্যালেস্টাইনের উদ্দেশ্য।(Photo Courtesy: AP)
advertisement
10/11
প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আমাদের জনগণের "দখলদার সৈন্যদের সন্ত্রাসের" বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তাঁর সভাপতিত্বে একটি জরুরি মিটিং হয়। (Photo Courtesy: AP)
advertisement
11/11
সেখানে প্যালেস্টাইনের বেসামরিক ও সামরিক আধিকারিকরা ছিলেন। প্যালেস্টাইনের সংগঠন আল-নাসের সালাহ দাবি করেছে বেশ কিছু ইসরায়েলি সৈন্যকে তারা আটক করেছে। (Photo Courtesy: AP)