Israel Palestine: গ্রেফতার হবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী? প্রবল আশঙ্কা! কারণ কী জানেন? ৪০০ কিলোমিটার ঘুরে পৌঁছলেন 'বন্ধু'র কাছে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Israel Palestine: হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে দীর্ঘ পথ অতিক্রম করতে হল ইজরায়েলের প্রধানমন্ত্রীকে।
advertisement
1/8

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটন যাওয়ার জন্য ৪০০ কিমি ঘুরপথে গেলেন। আন্তর্জাতিক আদালত দোষী সাব্যস্ত করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে। এই পরিস্থিতিতে শত্রু দেশগুলিকে এড়িয়ে যাওয়ার জন্যই দীর্ঘ পথ অতিক্রম করতে হল নেতানিয়াহুকে।
advertisement
2/8
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে দীর্ঘ পথ অতিক্রম করতে হল ইজরায়েলের প্রধানমন্ত্রীকে। যাতে জরুরি অবতরণের ক্ষেত্রে এমন দেশগুলিকে এড়ানো যায়, যারা তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারে।
advertisement
3/8
মার্কিন শুল্কের কোপে গোটা বিশ্বে তোলপাড় পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন বিশ্বের প্রায় ৫০টি দেশের রাষ্ট্রপ্রধানরা। কিন্তু সেই সাক্ষাতে সকলের আগে সুযোগ পেয়েছেন নেতানিয়াহু। তাই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার আমেরিকাতে চলেও গিয়েছেন নেতানিয়াহু।
advertisement
4/8
কিন্তু তাঁর এই সফর নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, হাঙ্গেরি থেকে আমেরিকা যাওয়ার জন্য ৪০০ কিলোমিটার বা ২৪৮ মাইল পথ বাড়তি ঘুরেছেন নেতানিয়াহু।
advertisement
5/8
যদিও ২০২৩ সালের অক্টোবরের পর থেকে গাজায় ইজরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, নেতানিয়াহুর সমস্ত ফ্লাইট মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য গ্রিস, ইতালি এবং ফ্রান্সের মধ্যে দিয়ে আটলান্টিক মহাসাগর পেরিয়ে আমেরিকা পৌঁছন তিনি।
advertisement
6/8
আসলে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত। ফলে আদালতের এই গ্রেফতারি পরোয়ানাকে মান্যতা দিতে পারে যে কোনও দেশ। নেতানিয়াহুর আশঙ্কা, হাঙ্গেরি থেকে আমেরিকা যাওয়ার সহজ পথে এমন কিছু দেশ রয়েছে যারা সুযোগ পেলেই তাঁকে গ্রেফতার করতে পারে।
advertisement
7/8
ইজরায়েলের গোয়েন্দা বিভাগের আশঙ্কা, আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ড আন্তর্জাতিক আদালতের তরফে জারি করা এই গ্রেফতারি পরোয়ানা লাগু করতে পারে। এই অবস্থায় এই তিন দেশকে এড়িয়ে গ্রিস, ইতালি, ফ্রান্স এবং আটলান্টিক মহাসাগর হয়ে আমেরিকা পৌঁছন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
advertisement
8/8
গাজায় তাদের সামরিক কার্যক্রমের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হতে হচ্ছে ইজরায়েলকে। ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আক্রমণের পর থেকে ৫০,৭০০-এরও বেশি মানুষকে হত্যার অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে।