TRENDING:

Hezbollah Drone Chief Killed: বেইরুটে ফের এয়ারস্ট্রাইক ইজরায়েলের, খতম হিজবুল্লাহর ড্রোন কমান্ডার Mohammed Srur

Last Updated:
Hezbollah Drone Chief Mohammed Srur Death: দীর্ঘদিন ধরেই ইজরায়েলের হিটলিস্টে ছিলেন হিজবুল্লাহের ড্রোন কমান্ডার মহম্মদ স্রুর।
advertisement
1/7
বেইরুটে ফের এয়ারস্ট্রাইক ইজরায়েলের, খতম হিজবুল্লাহর ড্রোন কমান্ডার Mohammed Srur
বেইরুটে ফের এয়ারস্ট্রাইক চালাল ইজরায়েল। হামলায় হিজবুল্লাহর ড্রোন কমান্ডার মহম্মদ স্রুর (Mohammed Srur) ওরফে আবু সালেহর মৃত্যু হয়েছে। ঘটনার ভিডিও প্রকাশ করে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গোয়েন্দা বিভাগ এবং বিমান বাহিনী একযোগে এই অপারেশন চালিয়েছে। Photo: AFP
advertisement
2/7
দীর্ঘদিন ধরেই ইজরায়েলের হিটলিস্টে ছিলেন হিজবুল্লাহর ড্রোন কমান্ডার মহম্মদ স্রুর। হামলার পর একটি বিবৃতিতে স্রুরের নাম না করে ইজরায়েলের IDF বাহিনী বলেছে, “গত কয়েক বছর ধরেই ড্রোন প্রকল্পের নেতদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। লেবাননে বিস্ফোরক এবং ড্রোন তৈরির জন্য সাইট স্থাপন করেছিলেন। যার মধ্যে কয়েকটি লেবাননের রাজধানীতে অবস্থিত।’’ Photo: AP
advertisement
3/7
লেবাননের স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, বেইরুটের হামলায় ২ জনের মৃত্যু হয়েছে। এক সরকারি কর্মকর্তা বলেছেন, ১০ তলার আবাসিক ভবন লক্ষ্য করে ৩টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইজরায়েল। ড্রোন প্রধান মহম্মদ স্রুরের উপর হামলার খবর স্বীকার করে নিয়েছে হিজবুল্লাহও। বার্তা সংস্থা এএফপি-কে তারা জানিয়েছে, মহম্মদ স্রুরকে লক্ষ্য করে ইজরায়েলি বিমান থেকে হামলা চালানো হয়। তবে হামলায় স্রুরের মৃত্যু হয়েছে কি না তা জানায়নি হিজবোল্লাহ। Photo: AP
advertisement
4/7
একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, “হিজবুল্লাহর ড্রোন ইউনিটের কমান্ডার মহম্মদ স্রুরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউজরায়েলি সেনা। যিনি আবু সালেহ নামেও পরিচিত। তাঁকে নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’’ Photo: AP
advertisement
5/7
এর আগে ইজরায়েলের সামরিক বাহিনী বেইরুটে সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছিলেন হিজবুল্লাহের এক কর্মকর্তা। মহম্মদ স্রুর গণিতের স্কলার। হুথি বিদ্রোহীদের প্রশিক্ষণের জন্য বেশ কয়েকজন শীর্ষ নেতাকে ইয়েমেনে পাঠিয়েছিল হিজবুল্লাহ। স্রুর তাঁদের মধ্যে অন্যতম। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। Photo: AP
advertisement
6/7
ইজরায়েলের দাবি, ৮০-এর দশকে মহম্মদ স্রুর হিজবুল্লাহ গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন। উল্লেখ্য গত কয়েক মাসে ইব্রাহিম কুবাইসি, ইব্রাহিম আকিল, ফুয়াদ শুকর, মহম্মদ নাসের, তালেব আবদুল্লাহর মতো শীর্ষ হিজবোল্লাহ কমান্ডারদের খতম করেছে ইজরায়েল। এবার মহম্মদ স্রুরকে নিশানা করল তারা। Photo: AP
advertisement
7/7
বৃহস্পতিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেন যতক্ষণ না সীমান্তে রকেট ছোঁড়া বন্ধ করছে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে ‘পূর্ণশক্তি’-তে হামলা চালানো হবে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির প্রস্তাবে আপাতত বিশ বাঁও জলে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। Photo: AP
বাংলা খবর/ছবি/বিদেশ/
Hezbollah Drone Chief Killed: বেইরুটে ফের এয়ারস্ট্রাইক ইজরায়েলের, খতম হিজবুল্লাহর ড্রোন কমান্ডার Mohammed Srur
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল