TRENDING:

Iran Vs Israel: 'একেবারে লক্ষ্যভেদ!', এমন ঘটনা ঘটাল ইজরায়েল-আমেরিকা, ইরানকে 'পঙ্গু' দিল প্রায়! কী বিরাট ক্ষতি হল ইরানের জানেন?

Last Updated:
Iran Vs Israel: আমেরিকার এই নজিরবিহীন অভিযানে সাতটি বি-২ বোমারু বিমান অংশ নেয়। প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম।
advertisement
1/9
'একেবারে লক্ষ্যভেদ!', এমন ঘটনা ঘটাল ইজরায়েল-আমেরিকা, ইরানকে 'পঙ্গু' দিল প্রায়!
ইরানে আমেরিকায় হামলায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে আমেরিকার চালানো অভিযানে সব মিলিয়ে মার্কিন সামরিক বাহিনীর ১২৫ টির বেশি উড়োজাহাজ অংশ নেয়। খবর সিএনএনের। ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় গত শনিবার রাতে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
advertisement
2/9
আমেরিকার এই নজিরবিহীন অভিযানে সাতটি বি-২ বোমারু বিমান অংশ নেয়। প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।
advertisement
3/9
এ ছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাংকার উড়োজাহাজ, নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধবিমান।
advertisement
4/9
ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী।
advertisement
5/9
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইজরায়েলি সামরিক বাহিনীর অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ইজরায়েলের দূরনিয়ন্ত্রিত–মনুষ্যবাহী আকাশযান ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে।
advertisement
6/9
এই সব হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি ভরার উড়োজাহাজ এবং ইরানের শাসন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত এফ–১৪, এফ–৫ উড়োজাহাজ ও এএইচ ১ হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।
advertisement
7/9
বিবৃতিতে ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দর থেকে ওড়ার সক্ষমতা বাধাগ্রস্ত করেছে। সেই সঙ্গে এসব বিমানবন্দর ব্যবহার করে ইরানের সামরিক বাহিনীর আকাশপথে অভিযান চালানোর সক্ষমতায় লাগাম টানা হয়েছে।
advertisement
8/9
এদিকে, আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানোর চেষ্টা করছে অভিযোগ তুলেছেন ট্রাম্প।
advertisement
9/9
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরানের সব পারমাণবিক স্থাপনাতেই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষেত্রে ‘পুরোপুরি ধ্বংস’ কথাটিই যথাযথ হয়।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে ভূগর্ভের অনেক গভীরে। একেবারে লক্ষ্যভেদ!’
বাংলা খবর/ছবি/বিদেশ/
Iran Vs Israel: 'একেবারে লক্ষ্যভেদ!', এমন ঘটনা ঘটাল ইজরায়েল-আমেরিকা, ইরানকে 'পঙ্গু' দিল প্রায়! কী বিরাট ক্ষতি হল ইরানের জানেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল