TRENDING:

Iran Vs America: আমেরিকার ভয়াবহ হামলাতেও ঝুঁকছে না ইরান! তৈরি বিরাট প্ল্যান! প্রথমেই বড় টার্গেট ঠিক করে নিল ইরান, পাশে কে দাঁড়াল জানেন?

Last Updated:
Iran Vs America: ইরানের সরকারি সংবাদমাধ্যমে আমেরিকার উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে, ‘এর শেষ দেখে ছাড়ব। পশ্চিম এশিয়ায় থাকা প্রতিটি আমেরিকান নাগরিক ও সেনা এ বার থাকবে আমাদের নিশানায়।’
advertisement
1/7
আমেরিকার ভয়াবহ হামলাতেও ঝুঁকছে না ইরান! তৈরি বিরাট প্ল্যান! প্রথমেই বড় টার্গেট ইরানের
শেষমেশ ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের ৩ পরমাণু কেন্দ্রে জোরদার হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের, এসফাহান, ফরডো, নাতানজের পরমাণু কেন্দ্রে বিধ্বংসী হানা চালিয়েছে মার্কিন সেনার বিমান। এদিকে, ঘটনার পরই ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ঘনিষ্ঠ হুসেন শারিয়াতমাদরি পাল্টা তোপ দেগেছেন আমেরিকাকে লক্ষ্য করে।
advertisement
2/7
তিনি হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকাকে। ইরানের তরফে মার্কিন হামলার ঘটনা নিশ্চিতও করা হয়েছে। এই পরিস্থিতিতে ইজরায়েলের তরফে সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্টের বিপুল প্রশংসা করেছেন।
advertisement
3/7
ইরানের সরকারি সংবাদমাধ্যমে আমেরিকার উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে, ‘এর শেষ দেখে ছাড়ব। পশ্চিম এশিয়ায় থাকা প্রতিটি আমেরিকান নাগরিক ও সেনা এ বার থাকবে আমাদের নিশানায়।’
advertisement
4/7
ইরানের সরকারি সংবাদমাধ্যমের সম্প্রচারক আমেরিকার হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইরানের আকাশসীমা লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধ। পশ্চিম এশিয়ায় এর কোনও স্থান নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এই খেলাটা শুরু করেছে এবং আমরা এটি শেষ করব।’
advertisement
5/7
আমেরিকার হামলার পরই ইরানের নেতা হোসেইন শারিয়াতমাদরি তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এখন আমাদের বিলম্ব না করে পদক্ষেপ নেওয়ার পালা। প্রথম পদক্ষেপ হিসেবে, আমাদের বাহরাইনে মার্কিন নৌবহরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হবে এবং একইসঙ্গে আমেরিকান, ব্রিটিশ, জার্মান এবং ফরাসি জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিতে হবে।’
advertisement
6/7
প্রসঙ্গত, ইরানের মদতপুষ্ট ইয়েমেনের জঙ্গিগোষ্ঠী আগেই আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল। ইয়েমেনের হুথিরা বলেছিল, যদি আমেরিকা ইজ়রায়েলের পাশে দাঁড়াতে এই যুদ্ধে সরাসরি যোগ দেয়, তাহলে লোহিত সাগরে থাকা আমেরিকান জাহাজগুলিকে নিশানা করবে তারা। মাসখানেক আগেই ইয়েমেনে এয়ার স্ট্রাইক চালিয়েছিল আমেরিকা। এবার কি আমেরিকার জাহাজ লক্ষ্য করে ফের আক্রমণ চালাবে হুথিরা, সেই নিয়েও জল্পনা চলছে।
advertisement
7/7
ইরানের হুঁশিয়ারি,'আমেরিকানদের আগের চেয়েও বেশি ক্ষতি এবং আঘাতের আশা করা উচিত'। পাশাপাশি ইরানের তরফে সেদেশের বুকে মার্কিন হানার কথা স্বীকার করে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে,' ইরানের পরমাণু শক্তি সংগঠন ইরানের মহান জাতিকে আশ্বস্ত করে যে তার শত্রুদের দুষ্ট চক্রান্ত সত্ত্বেও ... তারা এই জাতীয় শিল্পের (পারমাণবিক) বিকাশের পথ বন্ধ হতে দেবে না, যা পারমাণবিক শহীদদের রক্তের ফল।''
বাংলা খবর/ছবি/বিদেশ/
Iran Vs America: আমেরিকার ভয়াবহ হামলাতেও ঝুঁকছে না ইরান! তৈরি বিরাট প্ল্যান! প্রথমেই বড় টার্গেট ঠিক করে নিল ইরান, পাশে কে দাঁড়াল জানেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল