৫ ঘণ্টা ধরে আকাশসীমা বন্ধ করে রাখল ইরান ! ট্রাম্পের দাবি মৃত্যুদণ্ডের পরিকল্পনাও বন্ধ তেহরানের, গণবিক্ষোভে মৃতের সংখ্যা ৩৪০০ ছাড়াল !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
পাঁচ ঘণ্টা ধরে আকাশসীমা বন্ধ করে রাখল ইরান ! প্রভাব উড়ান পরিষেবায়, কাতারে আমেরিকার তৎপরতার জেরেই কি এমন সিদ্ধান্ত?
advertisement
1/7

যুদ্ধ পরিস্থিতি ইরানে! নিজেদের আকাশসীমা এবার বন্ধ করে দিল ইরান। একদিকে সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি-বিরোধী বিক্ষোভ, অন্যদিকে বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন ইরান সরকারের। যা নিয়ে আমেরিকার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইরান। (Photo: AP)
advertisement
2/7
গোটা বিশ্ব আমেরিকার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগে আছে ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বুধবার বলেছেন, তাঁকে একটি ‘ভাল সূত্র’ মারফত জানানো হয়েছে, যে তেহরান তাদের দেশে দ্রুত বিচার এবং মৃত্যুদণ্ডের পরিকল্পনা বন্ধ করেছে, কারণ ইতিমধ্যেই ইরান জুড়ে ব্যাপক গণবিক্ষোভে ৩,৪০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ (Photo: AFP)
advertisement
3/7
ট্রাম্প এদিন আরও বলেন, “আমাদেরকে বলা হয়েছে যে ইরানে হত্যালীলা বন্ধ হচ্ছে ৷ আর কোনও মৃত্যুদণ্ডের পরিকল্পনা নেই ইরানের ৷’’ (Photo: AP)
advertisement
4/7
বুধবার বেশি রাতের দিকে প্রথমে প্রায় দু’ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধ করে ইরান। পরে তা আরও বৃদ্ধি করা হয়। যদিও ইরানে যাতায়াতের জন্য যে আন্তর্জাতিক বিমানগুলির নির্দিষ্ট অনুমতি রয়েছে, সেগুলি ইরানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে। (Photo: AP)
advertisement
5/7
এই অবস্থায় ইরান এবং তার চারপাশে উড়ানপথ বদলের সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়াও। এর জেরে উড়ানে বিলম্বের পাশাপাশি বাতিল হচ্ছে বহু বিমান। বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের প্রতি বিমানসংস্থার পরামর্শ, শেষ মুহূর্তের ‘আপডেট’ দেখে তবেই বিমানবন্দরে আসুন। (Photo: AP)
advertisement
6/7
এই অবস্থায় ইরানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরা নিয়েও অচলাবস্থা তৈরি হল। (Photo: AP)
advertisement
7/7
কী কারণে আচমকা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার কোনও ব্যাখ্যা দেননি তেহরানের কর্তৃপক্ষ। তবে পশ্চিম এশিয়ার এই দেশটিতে গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকা ফের সে দেশে সামরিক অভিযান চালাতে পারে, এমন আশঙ্কাও তৈরি হয়েছে। (Photo: AP)