Iran News: লাখ-লাখ আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান! কারণ বিরাট ষড়যন্ত্র! ইজরায়েলের সঙ্গে মিলে এমন কী করেছে আফগানরা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Iran News: হাজার হাজার আফগান নাগরিকের মতো ৩৫ বছর বয়সী আসগরি সম্প্রতি ইরান ছাড়তে বাধ্য হয়েছেন।
advertisement
1/8

ইজরায়েল ও ইরান গত মাসে যখন সংঘাতে জড়িয়ে একে অন্যের বিরুদ্ধে হামলা শুরু করে, তখন হতাশা নিয়ে অপেক্ষায় ছিলেন আফগান নাগরিক এনায়েতুল্লাহ আসগরি। আফগানিস্তানে অস্থিরতা দেখা দেওয়ার পরই ইরানে আশ্রয় নিয়েছিলেন তিনি। কিন্তু ইরানের পরিস্থিতি এখন বৈরী হয়ে পড়েছে। তেহরানে ভবন নির্মাণকেন্দ্রগুলোতে কাজ কমে গেছে। আর আসগরির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।
advertisement
2/8
হাজার হাজার আফগান নাগরিকের মতো ৩৫ বছর বয়সী আসগরি সম্প্রতি ইরান ছাড়তে বাধ্য হয়েছেন। ইরান-ইজরায়েল সংঘাতের প্রতিক্রিয়ায় জাতিসংঘ সতর্ক করে বলেছে, এ সংঘাত আফগানিস্তানকেও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। দেশটি এমনিতেই মানবিক সংকটে জর্জরিত।
advertisement
3/8
পরিবার নিয়ে দীর্ঘ যাত্রা শেষে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে পৌঁছার পর আসগরি বলেন, একটা ভাড়া বাসা খুঁজে পাওয়াই কঠিন, আর পেলেও ভাড়া খুব বেশি...কোনো কাজও নেই। তিনি আরও বলেন, তালেবান ২০২১ সালে ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া এ দেশে ফিরে তিনি কী করবেন, তা জানেন না।
advertisement
4/8
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, সংঘাত চলাকালে ইরান প্রতিদিন ৩০ হাজারের বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এটি সংঘাতের আগের সময়ের ১৫ গুণ বেশি।
advertisement
5/8
এ বিষয়ে ইরানের সরকারি মুখপাত্র ফতেমেহ মোহাজরানী মঙ্গলবার বলেন, ‘আমরা সব সময় অতিথিদের ভালো রাখার চেষ্টা করেছি, তবে জাতীয় নিরাপত্তা আমাদের অগ্রাধিকার এবং স্বাভাবিকভাবেই অবৈধ নাগরিকদের অবশ্যই ফিরে যেতে হবে।’
advertisement
6/8
তিনি আরও বলেন, আফগানিদের বিতাড়ন নয়, বরং নিজ দেশে ফিরিয়ে দেয়া হচ্ছে। যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে তিনি কিছু বলেননি। এ বিষয়ে আফগানিস্তান সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
advertisement
7/8
ইরান ও ইজরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় হামলা চালায় আমেরিকা। এই যুদ্ধ শেষ হওয়ার আগে থেকেই তেহরান জাতীয় নিরাপত্তার অজুহাতে বিদেশিদের, বিশেষ করে আফগানদের বিরুদ্ধে ধরপাকড় বাড়িয়ে দেয় বলে জানিয়েছেন মানবিক সংস্থার কর্মকর্তা ও ফেরত পাঠানো আফগান নাগরিকরা।
advertisement
8/8
২০২২ সালের এক হিসাব অনুযায়ী, ইরানে বসবাসরত আফগান নাগরিকদের মধ্যে আনুমানিক ২৬ লাখের বৈধ কাগজপত্র ছিল না। আসঘারি বলেন, ‘আমাদের গুপ্তচর হিসেবে সন্দেহ করা হত। তারা আমাদের এ জন্য সন্দেহ করত। এ বিষয়ে সাধারণ মানুষ ও পুলিশে কোনও ফারাক ছিল না। তারা মনে করত, আফগানিরা ইরানের প্রধান শত্রু, আমরা নাকি ভেতর থেকে তাদের ধ্বংস করে দিয়েছি।’