TRENDING:

Iran News: ইরানের 'ক্ষত'তে ফের আঘাত ইজরায়েলের! পাল্টা ইরান 'অন্ধকার' নামিয়ে আনল ইজরায়েলে! সোমবার ধুন্ধুমার, ঘটে গেল বিরাট ঘটনা

Last Updated:
Iran News: গত ১৩ জুন ইরান আর ইজরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর ফর্দো পারমাণবিক স্থাপনায় একদফা হামলা চালিয়েছিল ইজরায়েল।
advertisement
1/6
ইরানের 'ক্ষত'তে ফের আঘাত ইজরায়েলের! পাল্টা ইরান 'অন্ধকার' নামিয়ে আনল ইজরায়েলে!
ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় আবার হামলা চালিয়েছে ইজরায়েল। ইরানের কোম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগের সদর দফতরের মুখপাত্র মোর্তজা হায়দারি আধা সরকারি তাসনিম সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। ফর্দো পারমাণবিক স্থাপনায় আমেরিকার বিমান হামলার একদিন পর সোমবার সেখানে ইজরায়েলও হামলা চালাল।
advertisement
2/6
গত ১৩ জুন ইরান আর ইজরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর ফর্দো পারমাণবিক স্থাপনায় একদফা হামলা চালিয়েছিল ইজরায়েল। ইজরায়েলি হামলার কারণে ওই এলাকায় বাসিন্দাদের আপাতত কোনও বিপদ নেই বলেও তাসনিমকে জানিয়েছেন মোর্তেজা হায়দারি।
advertisement
3/6
ইজরায়েলের সেনাবাহিনী আবার দাবি করেছেন, গত কয়েক ঘণ্টায় ইজরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইজরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে।
advertisement
4/6
ইজরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে। ইজরায়েল ইলেকট্রিক করপোরেশন বলছে, বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তাবাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে।
advertisement
5/6
জানা গিয়েছে, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের খবর বলছে, ১৩ জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে ইজরায়েলিদের।
advertisement
6/6
এদিকে, ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, আমেরিকা সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে। আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে এই মুখপাত্র আরও বলেন, এখন ‘আমেরিকার বিরুদ্ধে শক্তিশালী আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে।’
বাংলা খবর/ছবি/বিদেশ/
Iran News: ইরানের 'ক্ষত'তে ফের আঘাত ইজরায়েলের! পাল্টা ইরান 'অন্ধকার' নামিয়ে আনল ইজরায়েলে! সোমবার ধুন্ধুমার, ঘটে গেল বিরাট ঘটনা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল