Iran Israel War Update: ইজরায়েলের হাসপাতাল ও স্টক এক্সচেঞ্জে আঘাত ইরানের, 'মূল্য চোকাতে হবে', পাল্টা হুঙ্কার ইজরায়েলের, মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর পরিস্থিতি
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Iran Israel War Update: তীব্র আকার নিয়েছে ইজরায়েল–ইরান যুদ্ধ। ইরানের ক্ষেপণাস্ত্র ইজরায়েলের সরোকা হাসপাতালে ও তেল আভিভ স্টক এক্সচেঞ্জে আঘাত হানে। পাল্টা প্রতিক্রিয়ায় ইজরায়েল হামলা চালায় ইরানের পরমাণু কেন্দ্রে...
advertisement
1/13

ইজরায়েল–ইরান সংঘাত সপ্তম দিনে পা রেখেছে বৃহস্পতিবার, দু’দেশের মধ্যে হামলা অব্যাহত। ইরানি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইজরায়েলের গুরুত্বপূর্ণ হাসপাতাল সরোকা ও তেল আভিভ স্টক এক্সচেঞ্জ ভবনে আঘাত হানে (AP Photo)
advertisement
2/13
অন্যদিকে, ইজরায়েল খন্দাব পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি এলাকায় হামলা চালায়। জানা গেছে, ইজরায়েল আরাক ও খন্দাব শহরের বাসিন্দাদের আগেই নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
advertisement
3/13
এদিকে, সংঘর্ষ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে জড়াতে পারে। “আমি এই যুদ্ধে কিছু করব নাকি করব না, কেউ জানে না,”—হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই বলেন ট্রাম্প।
advertisement
4/13
ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার সরাসরি ইজরায়েলের বীরশেভা শহরের সরোকা হাসপাতালকে লক্ষ্য করে আঘাত হানে। এতে একজন ৬০ বছর বয়সী ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে সাধারণ জনগণকে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে।
advertisement
5/13
হামলার পর ইজরায়েল কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ইজরায়েলের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এলি কোহেন বলেন, “তেহরানের সন্ত্রাসী সরকার আজ আবার একটি যুদ্ধাপরাধ করেছে। তারা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে। আমাদের সেনাদের গায়ে একটা আঁচড়ও পড়েনি৷ এবার ইরানকে এর মূল্য চোকাতে হবে।”
advertisement
6/13
ইরানের ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ইজরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে। এর মধ্যে একটি তেল আভিভ স্টক এক্সচেঞ্জ ভবনকে লক্ষ্য করে ছোড়া হয়। এর পরপরই সেই এলাকায় বিশাল সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।
advertisement
7/13
ইরানের এই হামলার পর চুপ থাকেনি ইজরায়েল৷ তাদের জেট বিমান ইরানের খন্দাবের হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায় হামলা চালায়। এর আগে আরাক পারমাণবিক রিঅ্যাক্টর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
advertisement
8/13
ইজরায়েলের ড্রোন হামলায় দক্ষিণ লেবাননের বারিশ এলাকায় হিজবুল্লাহর রকেট ইউনিটের কমান্ডার ইয়াসিন ইজ্জ-উদ্দিন নিহত হন।
advertisement
9/13
ইরানের ইসফাহান, শিরাজ ও কেরমানশাহ শহরে তীব্র বিস্ফোরণ হয়। এসব বিস্ফোরণ ইরানের ইজরায়েলমুখী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কিছুক্ষণ পরেই ঘটে।
advertisement
10/13
ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল হ্যাক হয়ে স্যাটেলাইটের মাধ্যমে একটি বার্তা দেখানো হয়, যেখানে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়। বারবার বলা হয় নিরাপদ স্থানে সড়ে যাওয়ার জন্য৷
advertisement
11/13
এসবের মধ্যে নেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প৷ গুজব ছিল তিনি না কি ইজরায়েলের পক্ষ নিতে পারেন৷ জানিয়েছেন, তিনি ইজরায়েল–ইরান সংঘাতে সামরিকভাবে যুক্ত হতে পারেন কিংবা নাও হতে পারেন। "আমি হয়ত করব, হয়ত করব না,"—এমন বার্তা দিয়ে তিনি পুরো পরিস্থিতি ধোঁয়াশা করে রেখেছিন৷
advertisement
12/13
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন—যদি তারা হস্তক্ষেপ করে, তবে এর পরিণতি ভয়াবহ হবে।
advertisement
13/13
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান-ইজরায়েল সংঘর্ষ বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দেন। তবে তাঁকেও খোঁচা দিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট৷ ট্রাম্প তাকে কটাক্ষ করে বলেন, “প্রথমে নিজের দেশের বিষয়গুলো মেটাও, তারপর অন্যদের নিয়ে ভাব।”