রাশিয়ার সঙ্গে ‘লেনদেন’ই কি কাল হল...বিঁধছে ইরানের সঙ্গে দেওয়া-নেওয়াও! ট্রাম্পের হুঁশিয়ারি, ‘ভারত-রাশিয়া একসাথে ডুবুক...আমার কী’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রাশিয়া ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা খাতের অংশীদার। ভারত তার সেনাবাহিনীর জন্য রাশিয়া থেকে অস্ত্র, সুদর্শন চক্র S-400 এর মতো ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম কিনেছে। রাশিয়া ভারতকে প্রায় ৪০ শতাংশ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর, আমেরিকা রাশিয়ার উপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করা। রাশিয়ার সাথে বাণিজ্যকারী দেশগুলিকেও সতর্ক করেছিল আমেরিকা।
advertisement
1/8

নয়াদিল্লি: গত বুধবার ভারতের রফতানি দ্রব্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা৷ তবে বিষয়টা শুধুমাত্র শুল্ক চাপানোর উপরেই থেমে নেই৷ এর পাশাপাশি, ট্রাম্প যে কাজ করেছেন, এবং যে ধরনের মন্তব্য করেছেন, বিশেষজ্ঞেরা মনে করছেন, তাতেই অন্য বার্তা এসেছে ভারতের কাছে৷
advertisement
2/8
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে বৈঠক করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির৷ তার পরেই এল ডোনাল্ড ট্রাম্পের বাণ৷ ট্রাম্পের নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানিয়েছেন, পাকিস্তানে থাকা তৈল ভাণ্ডার উত্তোলনের জন্য চুক্তিবদ্ধ হচ্ছে ভারত পাকিস্তান৷ শুধু তাই নয়, ট্রাম্প এদিন এমনও মন্তব্য করেছেন, যে ভবিষ্যতে এমনও পরিস্থিতি তৈরি হতে হবে, যখন ভারতকেই না পাকিস্তানের থেকে তেল কিনতে হয়৷
advertisement
3/8
কিন্তু, ভারতের প্রতি হঠাৎ কেন এত ‘ক্ষুব্ধ’ ট্রাম্প? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা এর পিছনে টেনে আনছেন অন্য কারণ৷ সেই উপসংহার টানার পিছনেও ট্রাম্পেরই একাধিক মন্তব্যকে উদাহরণ হিসাবে তুলে ধরছেন তাঁরা৷ পাশাপাশি, মনে করা হচ্ছে পাকিস্তানের তেলের খনি করায়ত্ত করতেই পাকিস্তানের দাবি মেনে ভারতের উপরে শুল্ক চাপিয়েছে ট্রাম্প৷
advertisement
4/8
ভারতের উপরে শুল্ক চাপানোর কয়েক ঘণ্টার মধ্যেই ভারত-রাশিয়া এবং ভারত-ইরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তির্যক মন্তব্য করতে দেখা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে৷
advertisement
5/8
বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় কার্যত ভারতকে অপমান করে লিখেছিলেন, ‘‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে আমার কিচ্ছু এসে যায় না৷ ওরা নিজের নিজের দেশের মৃতপ্রায় অর্থনীতিকে একসাথে ডুবে যাক, আমার তাতে কী৷ আমরা ভারতের সঙ্গে খুবই কম বাণিজ্য করেছি, আর ওদের শুল্কও অনেক বেশি৷ বিশ্বের সবচেয়ে বেশি শুল্কযুক্ত দেশগুলির মধ্যে অন্যতম ভারত৷ ’’ ট্রাম্প লেখেন, ‘‘তেমনই রাশিয়াও, রাশিয়ার সঙ্গে আমেরিকা কার্যত কোনও ব্যবসাই করে না৷ তাই এরকমই থাকুক৷’’’’
advertisement
6/8
প্রসঙ্গত, ইরান থেকে পেট্রোলিয়াম প্রোডাক্ট অর্থাৎ, তৈলজাত পণ্য কেনার জন্য ভারতের কমপক্ষে ৬টি সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকার বিদেশ দফতর৷
advertisement
7/8
সম্প্রতি, রাশিয়া এবং ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যের উপর কড়া অবস্থান নিয়েছে আমেরিকা। প্রথমে আমেরিকা ভারত এবং রাশিয়ার প্রতিরক্ষা বাণিজ্যকে টার্গেট করেছিল এবং এখন ইরানীয় পেট্রোলিয়াম বাণিজ্যের জন্য ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এই সবই আমেরিকার কৌশলের একটি অংশ যার অধীনে তারা রাশিয়া এবং ইরানের উপর চাপ সৃষ্টি করতে চায়।
advertisement
8/8
রাশিয়া ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা খাতের অংশীদার। ভারত তার সেনাবাহিনীর জন্য রাশিয়া থেকে অস্ত্র, সুদর্শন চক্র S-400 এর মতো ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম কিনেছে। রাশিয়া ভারতকে প্রায় ৪০ শতাংশ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর, আমেরিকা রাশিয়ার উপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করা। রাশিয়ার সাথে বাণিজ্যকারী দেশগুলিকেও সতর্ক করেছিল আমেরিকা।