TRENDING:

Pahalgam Terror Attack: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ঘুম ছুটেছে পাকিস্তানের! পাক অধিকৃত কাশ্মীরে সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল

Last Updated:
ভয় কাঁপছে পাকিস্তান। কিছুদিন আগেই যুদ্ধ পরিস্থিতির জন্য আগাম খাবার মজুত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) এর বাসিন্দাদের। এবারে সেখানে প্রতিটি প্রশাসনিক বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে খবর।
advertisement
1/6
ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ঘুম ছুটেছে পাকিস্তানের! পাক অধিকৃত কাশ্মীরে আবার কী হল?
ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে আর সেই আবহেই পাকিস্তানের উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে নয়াদিল্লি।
advertisement
2/6
আর এতেই ভয় কাঁপছে পাকিস্তান। কিছুদিন আগেই যুদ্ধ পরিস্থিতির জন্য আগাম খাবার মজুত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) এর বাসিন্দাদের। এবারে সেখানে প্রতিটি প্রশাসনিক বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে খবর।
advertisement
3/6
উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে পাক অধিকৃত কাশ্মীরের প্রতিটি প্রশাসনিক বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।শুক্রবার পিওকে-এর মুখ্য সচিব খুশাল খান প্রতিটি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।
advertisement
4/6
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বৈঠক থেকে জানা গিয়েছে, প্রতিটি দফতরকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে প্রতিটি দফতরের কর্মীদের। এছাড়াও প্রত্যেককে যে কোনও সময়ে অবিলম্বে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
advertisement
5/6
ইতিমধ্যেই নীলম উপত্যকা সহ ভারত-পাক নিয়ন্ত্রণরেখার পার্শ্ববর্তী অঞ্চলে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
6/6
স্বাস্থ্য দফতরকেও নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী মজুত করে রাখতে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স-সহ জরুরি পরিষেবাও কার্যকরী ভাবে রাখতে বলা হয়েছে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Pahalgam Terror Attack: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ঘুম ছুটেছে পাকিস্তানের! পাক অধিকৃত কাশ্মীরে সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল