TRENDING:

India Pakistan Relations: কাশ্মীর নিয়ে ফের ভয়ঙ্কর প্ল্যান করছে পাকিস্তান! সেনাপ্রধান মুনির বলে দিলেন সেই কথা! POK-তেও ষড়যন্ত্র শুরু

Last Updated:
India Pakistan Relations Pakistan Army Chief Asim Munir: 'কাশ্মীর পাকিস্তানের জুগুলার ভেইন', করাচিতে ফের পাক সেনাপ্রধান মুনিরের মুখে কাশ্মীর, ভারতকে 'শিক্ষা' দেওয়ার হুমকি!
advertisement
1/10
কাশ্মীর নিয়ে ফের ভয়ঙ্কর প্ল্যান করছে পাকিস্তান! সেনাপ্রধান মুনির বলে দিলেন সেই কথা!
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আবারও ভারতকে হুমকি দিয়েছেন এবং কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করেছেন। গত ২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর দুই দেশের সীমান্তে লাগাতার উত্তেজনার জন্য প্রমাণ ছাড়াই নয়াদিল্লিকে দোষারোপ করেছেন তিনি।
advertisement
2/10
পহেলগাঁও হামলার পর উল্লেখযোগ্যভাবে, ভারত এবং পাকিস্তান সীমান্তে চারদিন টানা সংঘর্ষবিরতি লঙ্ঘন হয় এবং প্রবল উত্তেজনা চলে। ভারত প্রতিবেশী দেশে সন্ত্রাসী শিবিরের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালায়। পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে আঘাত হানে এবং পাক সেনার ক্ষমতাকে চূর্ণ করে দেয়, একই সঙ্গে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণগুলি কার্যকরভাবে প্রতিহত করা হয়।
advertisement
3/10
তবুও, মুনির দাবি করেছেন যে, ভারত দু'বার অযৌক্তিক আগ্রাসন চালিয়েছে, যা "কৌশলগত দূরদর্শিতার অভাব" এবং ভবিষ্যতে যে কোনও ভারতীয় আগ্রাসনের জন্য এর কড়া প্রতিক্রিয়া দেওয়ার হুমকি দিয়েছেন।
advertisement
4/10
শনিবার করাচিতে পাকিস্তান নৌ অ্যাকাডেমিতে বক্তব্য রাখতে গিয়ে মুনির দাবি করেছেন যে, পাকিস্তান ভারতে "কড়া জবাব" দিয়েছে, অপারেশন সিঁদুরের সময় ভারী ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছে।
advertisement
5/10
সীমান্তে উত্তেজনা বৃদ্ধির জন্য ভারতকে দোষারোপ করে মুনির জানিয়েছেন, ভবিষ্যতে যে কোনও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ভাবে প্রতিক্রিয়া জানাবে পাক-সেনা। শনিবার করাচিতে বক্তৃতার সময়ে মুনির পাকিস্তানকে ‘আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষাকারী’ দেশ বলেও দাবি করেন।
advertisement
6/10
তিনি বলেন, "পাকিস্তান, গুরুতর উস্কানির পরেও, সংযম এবং পরিপক্কতার সঙ্গে কাজ করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি তার প্রতিশ্রুতি রক্ষা করেছে" । মুনির আরও হুমকি দিয়েছেন যে, পাকিস্তান ভবিষ্যতে যে কোনও আগ্রাসনের জন্য দ্রুত এবং উপযুক্ত প্রতিক্রিয়া দেবে।
advertisement
7/10
মুনির কাশ্মীর ইস্যু উত্থাপন করে বলেন, "পাকিস্তান জাতিসংঘের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে কাশ্মীর ইস্যুর ন্যায়সঙ্গত সমাধানের জন্য কাজ করছে।"
advertisement
8/10
তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যুর ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সমাধানের জন্য আঞ্চলিক স্থায়ী শান্তির প্রয়োজন। পহেলগাঁও সন্ত্রাসী হামলার কয়েক দিন আগে, মুনির দাবি করেছিলেন যে কাশ্মীর পাকিস্তানের "জুগুলার ভেইন"।
advertisement
9/10
জুগুলার শিরা (Jugular vein) হল ঘাড়ের মধ্যে অবস্থিত প্রধান রক্তবাহী নালী যা মাথা থেকে রক্তকে হৃদপিণ্ডে নিয়ে যায়। এই শিরাগুলি মস্তিষ্কের রক্ত ​​সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এদের মাধ্যমে মস্তিষ্ক থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ​​হৃদপিণ্ডে ফিরে আসে।
advertisement
10/10
ভারতের অপারেশন সিঁদুরে ১০০ জনেরও বেশি সন্ত্রাসবাদী, যার মধ্যে জেইএম নেতা আবদুল রউফ আজহার এবং মাসুদ আজহারের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত ছিল, তাদের খতম করা হয়।
বাংলা খবর/ছবি/বিদেশ/
India Pakistan Relations: কাশ্মীর নিয়ে ফের ভয়ঙ্কর প্ল্যান করছে পাকিস্তান! সেনাপ্রধান মুনির বলে দিলেন সেই কথা! POK-তেও ষড়যন্ত্র শুরু
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল