India Pakistan Relation: জঙ্গিরা এই দেশেই ‘খেয়ে পরে’ বাড়ছে, এবার এরা আতঙ্কের মহল তৈরি করেছে পাকিস্তানেই, সেনা ছাউনিতে সুইসাইড বম্বারদের হামলায় আতঙ্কের কালো ছায়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
India Pakistan Relation: পাকিস্তানের জঙ্গি ফোঁড়া এখন তাদের নিয়ে বিষম বিপাকে, এবার শান্তি নষ্ট পাক দলের
advertisement
1/6

: দীর্ঘদিন ধরে নিজেদের দেশকে সন্ত্রাসবাদের আঁতুরঘর হিসেবে রেখে দিয়েছে পাকিস্তান, এবারনিজেদের বপন করা বিষবৃক্ষ এখন সেই দেশকেও উগড়ে দিচ্ছে৷ সন্ত্রাসবাদের মাস্টারমাইন্ডরা যেখানে নিজেরা হামলার ব্লু প্রিন্ট বানান সেইখানেই বড় ধরনের হামলা হয়েছে। সেনা এলাকায় আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা৷ যারা হামলা চালায় তারা ছিল সুইসাইড বম্বার৷ নিজেদের উড়িয়ে দেয় এরা বিস্ফোরণ ঘটায়৷
advertisement
2/6
এরপর পাকিস্তানের সেনানিবাস এলাকায় তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। সেনা এলাকাটিকে সাধারণত নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে খুব নিরাপদ এবং দুর্ভেদ্য বলে মনে করা হয়, তবুও আক্রমণগুলি কেবল এই অঞ্চলে প্রবেশ করেনি, ক্যান্টনমেন্ট এলাকায়ও আক্রমণ করেছিল। পাকিস্তানি সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের দমন-পীড়নে বিরক্ত হয়ে দেশের বিভিন্ন এলাকায় মানুষ রাস্তায় নামছে।
advertisement
3/6
আমরা আপনাকে বলি যে সন্ত্রাসবাদকে নিরাপদ আশ্রয় প্রদানকারী দেশ হিসাবে পাকিস্তান সারা বিশ্বে কুখ্যাত। পাকিস্তান সেনাবাহিনী এবং পুলিশ বেলুচিস্তান থেকে খাইবার পাখতুনখোয়া পর্যন্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সব দাবি সত্ত্বেও পাকিস্তানের অনেক অংশে স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন চলছে। উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকায় বড় ধরনের হামলা চালানো হয়েছে। মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে, আর্মি ক্যান্ট এলাকায় এই হামলা চালানো হয়। তিনি জানান, ৪ মার্চ সন্ধ্যায় দুই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
advertisement
4/6
এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এই হামলায় আশপাশের এলাকাও কেঁপে ওঠে। খাইবার পাখতুনখোয়া এলাকায় এই প্রথম হামলার ঘটনা ঘটল তা অবশ্য নয়, পাকিস্তান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে এই এলাকায় প্রায়ই হামলা হয়। এসব হামলায় ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে৷
advertisement
5/6
৫ থেকে ৬ জন সন্ত্রাসবাদী হামলা চালায়পুলিশ জানিয়েছে যে নিরাপত্তা বাহিনী মঙ্গলবার উত্তর-পশ্চিম পাকিস্তানের আর্মি ক্যান্টে সন্ত্রাসবাদীদের হামলা ব্যর্থ করেছে। সন্ধ্যায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু সেনা নিবাসের প্রাচীরের কাছে দুই আত্মঘাতী বোমা হামলাকারী নিজেদের বিস্ফোরণ ঘটায়। পুলিশ জানায়, দেওয়াল ভেঙে ৫ থেকে ৬ জন হামলাকারী আর্মি ক্যান্টমেন্ট প্রবেশের চেষ্টা করলেও তারা নিহত হয়। তবে আত্মঘাতী বোমা হামলাকারীরা নিজেদের বিস্ফোরণ ঘটালে ক্যান্টনমেন্ট সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী।
advertisement
6/6
দায়িত্ব নেয় জইশ-উল-ফুরসানপাকিস্তানি সেনা এলাকায় হামলার দায় স্বীকার করেছে একটি সন্ত্রাসবাদী সংগঠন। বান্নু সেনা নিবাস এলাকায় হামলার দায় স্বীকার করে জইশ-আল-ফুরসানের সঙ্গে যুক্ত হাফিল গুল বাহাদুর একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, দুটি গাড়িতে বিস্ফোরক পাঠানো হয়েছিল, যেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। অন্যদিকে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী এখন এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে।