India Pakistan News: ১..২..৩..৪..পাকিস্তানে খতম ভারতের বড় শত্রু! তীর্থযাত্রীদের বাসে হামলার মাস্টারমাইন্ড শেষ! কে মারল জানেন? চমকে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India Pakistan News: গত বছরের ৯ জুন রিয়াসির শিব-খোড়ি মন্দির থেকে ফিরছিলেন তীর্থযাত্রীরা, তখন তাদের বাসে সন্ত্রাসবাদীরা হামলা করেছিল। সেই হামলার মাস্টারমাইন্ডও ছিল আবু কাতাল সিন্ধি।
advertisement
1/6

পাকিস্তান থেকে এল ভারতের জন্য বিরাট খবর। ভারতের আরও এক সন্ত্রাসবাদী শত্রুর মৃত্যুর খবর মিলেছে পাকিস্তান থেকে। এবার যার মৃত্যু হল, তার নাম আবু কাতাল সিন্ধি। সে লস্কর-ই-তৈবার প্রথম সারির সন্ত্রাসবাদী ছিল। মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের খুব কাছের লোক ছিল বলেও জানা গিয়েছে।
advertisement
2/6

গত বছরের ৯ জুন রিয়াসির শিব-খোড়ি মন্দির থেকে ফিরছিলেন তীর্থযাত্রীরা, তখন তাদের বাসে সন্ত্রাসবাদীরা হামলা করেছিল। সেই হামলার মাস্টারমাইন্ডও ছিল আবু কাতাল সিন্ধি। এনআইএ-এর মোস্ট ওয়ান্টেড লিস্টে অন্তর্ভুক্ত ছিল সে। সূত্রের খবর, পাকিস্তানের ঝেলম জেলায় শনিবার রাত ৮ নাগাদ তাকে হত্যা করা হয়েছে।
advertisement
3/6
২০২৩ সালের ১ জানুয়ারি জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার ধাংরি গ্রামে ৭ জনের হত্যার মামলায় NIA তাকে প্রধান অভিযুক্ত করেছিল। এনআইএ-এর চার্জশিট অনুযায়ী, পাকিস্তানে বসে লস্করের এই হ্যান্ডলার এই হামলার পুরো ষড়যন্ত্র করেছিল এবং তা সম্পন্ন করার জন্য সন্ত্রাসবাদীদের নিয়োগ করেছিল।
advertisement
4/6
পাকিস্তানে সাম্প্রতিক কালে ভারত বিরোধী অনেক সন্ত্রাসবাদীর রহস্যময় মৃত্যু ঘটেছে। এর মধ্যে প্রথম নাম রিয়াজ আহমদ ওরফে আবু কাসিমের। লস্করের এই টপ কমান্ডার করাচিতে মারা গিয়েছিল।
advertisement
5/6
এরপর কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের মাস্টারমাইন্ড বশীর আহমদ পীর ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে মারা গিয়েছিল। রফিক নায়কুকে সম্প্রতি ইসলামাবাদে হত্যা করা হয়েছে। সে হিজবুল মুজাহিদিনের বড় জঙ্গি ছিল। আর এখন লস্করের টপ জঙ্গি আবু কাতাল সিন্ধি গত রাতে মারা গেল।
advertisement
6/6
ভারতীয় সেনা সহ অনেক নিরাপত্তা সংস্থাই জম্মু-কাশ্মীরে অনেক সন্ত্রাসবাদী ঘটনার জন্য আবু কাতালের উপর নজর রাখছিল। এরই মধ্যে এসে গেল তার মৃত্যুর খবর।