India China Russia: ৭ বছর পর চিনে পা! মোদি-জিনপিং মোলাকাত সঙ্গে পুতিন...ভারত-চিন-রাশিয়া ত্রিশক্তি এবার ঘুম ছোটাবে ট্রাম্পের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
SCO Summit 2025: সূত্রের খবর, এই বৈঠকে আমন্ত্রিত রাষ্ট্রনেতাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কেবলমাত্র এই দুই রাষ্ট্রপ্রধানকেই নাকি ব্যক্তিগত ভাবে বিমানবন্দরে স্বাগত জানাবেন স্বয়ং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
advertisement
1/8

৭ বছর পর চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সপ্তাহের শেষেই ভারত এবং চিনের মধ‍্যে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর। আমেরিকার সঙ্গে ট‍্যারিফ দ্বন্দের আবহে মোদি-শি বৈঠক অত‍্যন্ত তাত্‍পর্যপূর্ণ হতে চলেছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
advertisement
2/8
এসসিও সামিট (Shanghai Cooperation Organisation)-এ যোগ দিতে আগামী চিনের বন্দর শহর তানজিনে পৌঁছবেন প্রধানমন্ত্রী। আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর ড্রাগনভূমেই থাকবেন মোদি। এই বৈঠকে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।
advertisement
3/8
এসসিএ সামিটে আমন্ত্রিত দেশগুলির মধ‍্যে বিশ্বের নজর বিশেষভাবে রয়েছে চিন, রাশিয়া এবং ভারতের ত্রিপাক্ষিক সম্পর্কের দিকে। সূত্রের খবর, এই বৈঠকে আমন্ত্রিত রাষ্ট্রনেতাদের মধ‍্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কেবলমাত্র এই দুই রাষ্ট্রপ্রধানকেই নাকি ব্যক্তিগত ভাবে বিমানবন্দরে স্বাগত জানাবেন স্বয়ং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
advertisement
4/8
সীমান্ত সংঘাত মিটিয়ে ফেলতেও উদ‍্যোগী ভারত এবং চিন। ২০২০ সালের সহিংস সীমান্ত সংঘর্ষের পর থেকে চলমান উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই দেশ। তার মাঝেই এসসিও সামিট, এশিয়ার দুই শক্তিধর দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও উন্নত করবে বলেই জানাচ্ছে বিশ্বের রাজনৈতিক মহল।
advertisement
5/8
সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, বিদেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তন্ময় লাল জানিয়েছেন, ‘‘শীর্ষ সম্মেলনে ভারতের মূল লক্ষ‍্য হবে বাণিজ্য, সংযোগ এবং সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার নীতিগুলি।’’
advertisement
6/8
রাশিয়ার থেকে তেল কেনার জন‍্য ভারতকে শাস্তি দিতে ভারতের উপর ৫০ শতাংশ ট‍্যারিফের বোঝা চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন‍্যদিকে চিনের উপরেও করের ভার চাপানোর হুমকি দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট।
advertisement
7/8
আমেরিকার ট‍্যারিফ নীতির মোকাবিলায় বিশ্বের অর্থনীতিতে দ্বিতীয় শক্তিশালী দেশ চিনের সঙ্গে সংঘাত মেটাতে উদ‍্যোগী নয়াদিল্লি। বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে চিনও। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই বছরের বৈঠকটি ২০০১ সালে এর গঠনের পর থেকে SCO এর ইতিহাসে সবচেয়ে বড় হবে।
advertisement
8/8
শি, মোদি এবং পুতিন শেষবার একত্র হয়েছিলেন ব্রিকস BRICS শীর্ষ সম্মেলনে। যখন পশ্চিমা নেতারা ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার রাষ্ট্রপতির থেকে দূরে ছিলেন।